পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

なob" পীতাতঙ্কের প্রতিকার অজ্ঞাত নহে । শ্বেতাঙ্গ ইন্‌পেক্টরটাকে কোথায় লইয়া যাওয়া হইয়াছে —সেই সংবাদও আমার সুবিদিত । বিপ্লবীদের যে নোটগুলি বিযমিশ্রিত ছিল, সেগুলির কি গতি হইয়াছে—তাহাই তোমার নিকট জানিতে চাই ।” হো-টিং বলিল, “তাহা আমি পিয়ারসন নামক বিদেশীকে দিয়া আসিয়াছি। সে উচ্চপদস্থ শ্বেতাঙ্গ কৰ্ম্মচারী ; ইনপেক্টরের অন্তৰ্দ্ধানে সে অত্যস্ত চিন্তিত হইয়াছে। সে আমাকে তাহার সম্বন্ধে অনেক কথাই জিজ্ঞাসা করিয়াছিল ।” হো-লি বলিল, “ইহা স্বসংবাদ সন্দেহ নাই । এখন আমি তোমাকে একখানি পত্র দিব ; সেই পত্ৰখানি লইয়া গিয়া পিয়ারসনের হাতে দিবে। এখন আমাকে ঘুমাইতে হইবে ; অতএব তুমি আর । এখাধু বিলম্ব করিয়া আবার নিদ্ৰাৱ ব্যাঘাত ঘটাইও না ।” # অত:পর সে তাহার প্রথম পত্নীকে ডাকিয়া পাথা আনিতে বলিল, এবং সারারাত্রি তাহাকে পাখা করিবার আদেশ দান করিয়া শয়ন করিল । সে কয়েক মিনিটের মধ্যেই নিদ্রাভিভূত হইল। তাহাকে নিদ্রামগ্ন দেখিয় তাহার প্রথম পত্নী পাখাখানি তাহার শষ্যাপ্রাস্তে ফেলিয়া-রাখিয়া ধীরে ধীরে উঠিয়া গেল ; কিন্তু পাখা বন্ধ হইলেও হো-লির নাসিকা-গর্জনের বিরাম হইল না ।