পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У о পীতাতঙ্কের প্রতিকার উহা ঐ ভাবে ঝুলিতে থাকিলে তাহাকে হয়-ত অসুবিধায় পড়িতে হইবে । শত্রুরা তাঙ্গতে আক্রমণ করিলে ঐ শিকলের সাহায্যে যেখানে ইচ্ছ। টানিয়া লইয়া যাইতে পারিবে, এবং তাহাকে সম্পূর্ণ কায়দায় রাখিতে পরিবে । শিকলের সেই অংশটি কোমরের নীচে ঝুলিতে দেখিয়া সে তাহা জড়াইয়া ট্রাউজারের পকেটে পুরিয়া রাখিল ; তাহার পর সে গভীর চিন্তায় নিমগ্ন হইল । কিন্তু দীর্ঘকাল চিন্তা করিয়াও সে মুক্তিলাভের কোন ফন্দী আবিষ্কার করিতে পারিল না। তাহাকে যে গুদাম-ঘরে আবদ্ধ করিয়া রাখা হইয়াছিল, তাহা এরূপ অন্ধকারাচ্ছন্ন যে, তখন দিন কি রাত্রি তাহা সে বুঝিতে পারিল না । তাহার ধারণা হইল—তখন গভীর রাত্রি ; কিন্তু তাহার এইরূপ ধারণার কারণ কি তাহ] সে বুঝিতে পারিল না । সে সঙ্কল্প করিল—ঘেরূপেই হউক!" সেই কারাকক্ষের বাহিরে তাহাকে যাহতেই হইবে। এজন্য বিলম্ব করিলে চলিবে না। কিছুকাল পরে কোয়ান তাহার জন্য খাবার লইয়া আসিবে—ইহা সে জানিত ; এই জন্য সে স্থির করিল ওয়ান খাবার লইয়া সেই কক্ষে প্রবেশ করিলেই সে তাহাকে হঠাৎ এমন ভাবে আক্রমণ করিবে যে, চীন্যম্যানটা সেইরূপ - আকস্মিক আক্রমণে আত্মরক্ষার জন্য চেষ্টা করিবার স্বযোগ না পায় ; এইরূপে ওয়াকারের আশা হইল সে জয়লাভ করিবে । ওয়াকণর বাহুর স্বদৃঢ় পেশীগুলি টিপিয়া দেখিল, এবং মনে মনে বলিল, যদি সে সেই বিশালকায় চীনাম্যান গুণ্ডাটাকে শারীরিক বলে পরাস্ত করিতে না-ও পারে তাহা হইলে কৌশলে তাহাকে বশীভূত করিবে । মাহুষ বলবান হইলেই যে, সকল সময় দুৰ্ব্বলকে পরাস্ত করিতে পারে -ওয়াকার ইহা বিশ্বাস করিত না ; সে জানিত দুৰ্ব্বল ব্যক্তিও বুদ্ধিকৌশলে বলবানকে পরাজিত করে।