পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতস্কের প্রতিকার >> > ওয়াকার সেই কারাকক্ষে প্রায় এক ঘণ্ট। স্তব্ধভাবে বসিয়া রহিল । সে সেই দীর্ঘকালেও দ্বারের বাঙ্গিরে কাহারও পদশব্দ, কি অন্য কোন প্রকার শব্দ শুনিতে পাইল না। আরও দশ মিনিট পরে সে দ্বারের বাহিরে সেই বিশাল-দেহ চীমাম্যানের পদশব্দ শুনিতে পাইল ; কিন্তু সেই শব্দ অত্যন্ত মুতু । ওয়াকার জানিত এই ভাবে পদবিক্ষেপ করাই চীনামানদের চরিত্রগত বিশেষত্ব ; তাহারা অতি ধীরে পদবিক্ষেপ করে । দুই এক মিনিট পরে কারাকক্ষের দ্বার ধীরে ধীরে উদঘাটিত হইল । তাহার পর চীন,ম্যানট। তাড়াতাড়ি সেই কক্ষে প্রবেশ না করিয়; দ্বারের ফণক দিয়া প্রথমে তাহার মাথাটি কক্ষের ভিতর বাড়াইয়া দিল । ওয়াকার স্থিরভাবে বসিয়া রুদ্ধ নিশ্বাসে তাহার দিকে চাহিয়া রহিল । চীনাম্যানটা যাহাতে শিকলের ছিন্ন অংশটি হঠাৎ দেখিতে ন৷ পায় এই উদ্দেশ্বে সে শিকলটিকে পিঠ দিয়া আড়াল করিয়া বসিয়াছিল। কিন্তু তাহার বসিবার ভঙ্গি দেখিলে বুঝিতে পারা যাইত সে চীনাম্যানটার ঘাড়ে লাফাইয়া পড়িবার সঙ্কল্প করিয়াছিল । সে স্থির করিয়া ছিল— চীনাম্যানটা সেই কক্ষে প্রবেশ করিয়া যতক্ষণ ভিতর হইতে দ্বার রুদ্ধ না করিবে—ততক্ষণ সে তাহাকে আক্রমণ করিবে না ; কারণ যদি অন্য কোন চীন,ম্যান বাহিরে থাকিয় তাহার অভিসন্ধি বুঝিতে পারে—তাহা হইলে খোলা দরজা দিয়। সে অবিলম্বে ঘরের ভিতর প্রবেশ করিয়া তাহার প্রতিদ্বন্দ্বী কোয়ানকে সাহায্য করিবে । একাধিক চীনাম্যান সেই কক্ষে আসিয়া তাহাকে আক্রমণ করিলে তাহার জয়লাভের আশা থাকিবে না । ওয়াকার জানিত চীনাম্যানট। যখনই তাহার খাবার লইয়া সেই কক্ষে প্রবেশ করিত, সেই সময় । সে ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া তাহার নিকট আসিত ।