পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N O R পীতাতঙ্কের প্রতিকার এই জন্যই ওয়াকার আশ্বস্ত হৃদয়ে সেইরূপ স্বষোগের প্রতীক্ষা করিতে লাগিল । কোয়ান প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাহার থাবার অানিত, এবং তাহা তাহার সম্মুখে রাখিয়া নির্বিঘ্নে প্রস্থান করিত। তাহাকে কোন দিন বিপন্ন হইতে হয় নাই ; এ জন্য সেদিনও বিপদের আশঙ্কা তাহার মনে স্থান পাইল না । সে সেই কক্ষে প্রবেশ করিয়া দ্বারের দিকে মুখ ফিরাইয়া দ্বার বন্ধ করিতে লাগিল । ঠিক সেই মুহূর্তে ওয়াকার স্বযোগ বুঝিয়। তাহার ঘাড়ের উপর বাঘের মত লাফাইয়া পড়িল । চীনাম্যানটার স্বপ্রশস্ত কঁাধে তাহার স্থানের অভাব হইল না । ওয়াকার তাহার কাধে কায়দা করিয়া বসিম্বা-পড়িয়া বঁ হাতে তাহার গলা টিপিয় ধরিল ; এরূপ জোরে টিপিয়া ধরিল যে, সাধারণ কোন লোকের গলা সে সেই ভাবে ধরিলে তাহার গলার হাড় कूर्म *** (which would have broken the neck of Ձոy ordinary man. ) ওয়াকার তাহার পর ডান হাত নামাইয়া চীনাম্যানটার তলপেটে এরূপ জোরে ঘূসি মারিতে লাগিল যে, চীনাগুণ্ডাটা তাহার আক্রমণ সহ করিতে না পারিয়া ওয়াকারকে পিঠে লইয়াই চিং হইয়া মাটিতে পড়িয়া গল । ওয়াকার তাহার স্বগুরু দেহভার দ্বারা নিস্পিষ্ট হইয়াও তাহার গলা ছাড়িল না। চীনা জোয়ানট। তাহার কবল হইতে উদ্ধার লাভের জন্ত উভয় হস্তে তাহাকে নিপীড়িত করিবার চেষ্টা করিতে লাগিল । উভয়ে মাটীতে পড়িয়া যেন গজ*Bác*ix sis sta's &fāzi | ( and then began a battle of giants ) প্রায় আধ ঘণ্টা তাহাদের ধস্তাধস্তি চলিল। সেই যুদ্ধে দুইবার ওয়াকারের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া উঠিল ; কিন্তু অস্তৃত ‘ কৌশলে সে সামলাইয়া লইল । সে চীনাম্যানটার দেহে এলো