পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Σ ΣΦ পাথাড়ি কিল ঘুসি মারিতে লাগিল। সৌভাগ্যক্রমে সেই গুদাম ঘরের কোন শব্দ বাহির হইতে শুনিবার উপায় ছিল না । ( the room was practically sound-proof) footo:, Go to als ভিতর হইতে রুদ্ধ থাকায় সেখানে কাহারও প্রবেশের উপায় ছিল না ; এই জন্ত বিপন্ন চীনাম্যানটা কাহারও সাহায্য লাভের আশা করিতে পারিল না । এইভাবে যুদ্ধ করিয়া ওয়াকারের সর্বাঙ্গ ঘৰ্ম্মাপ্লত হইল, তাহার ললাট হইতে ঘৰ্ম্মধারা ঝরিয়া মুখমণ্ডল প্লাবিত করিল। তাহার সার্ট টুকরা-টুকরা হইয়া ছিড়িয়া গেল । কোয়ান তাহার কাধ নখরাঘাতে ক্ষতবিক্ষত করায় ক্ষতস্থান হইতে শোণিতরাশি ঝরিয়া তাহার পরিচ্ছদ প্লাবিত করিল। কোয়ান বলবান পালোয়ান । চীনাম্যানদের মধ্যে যাহামী বড় বড় কুস্তিগীর এবং ব্যায়ামে পারদর্শী, তাহারা যুহ-ডো নামক একপ্রকার ব্যায়ামে অভ্যস্ত ; কোয়ানও যুই-ডোতে অভিজ্ঞ ছিল। সে যাহাকে ধরিত তাহার পেশীগুলিকে অতি সহজে অসাড় করিতে পারিত ; বিশেষত: তাহার দেহে অসাধারণ বল ছিল। সে ওয়াকারকে দুইবার দুই হাতে শূন্যে তুলিয়া সেই কক্ষের প্রাচীর-গাত্রে নিক্ষেপ করিবার চেষ্টা করিল ; কিন্তু ওয়াকার অদ্ভুত কৌশলে তাহার চেষ্টা বিফল করিল। ওয়াকার ক্রমশঃ অবসন্ন হইয়া পড়িলেও অবিশ্রাস্ত ভাবে তাহার প্রতিদ্বন্দ্বীর দেহে কিল চড় ঘুসি ও লাথি মারিতে লাগিল । ওয়াকারের পদদ্বয় পাদুকামণ্ডিত থাকায় তাহার পদাঘাতে চীনাম্যানটাকে আহত হইতে হইল । কোয়ানও ওয়াকারকে কয়েকবার পদাঘাত . করিয়াছিল ; কিন্তু তাহার পায়ে জুতা ছিল না, এজন্ত তাহার ‘গোদা’ – পায়ের লাথি ওয়াকারের অসহ্য হইল না। Ե