পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Ꮌ Ꮌ☾ পারিল না । সে যখন চেতন লাভ করিল তখন তাহার মনে হইল সে দীর্ঘকাল সেই স্থানে অচেতন অবস্থায় পড়িয়া ছিল । সে উঠিয়া দেখিল কোয়ান তাহার আহারের জন্য যে কয়েকখানি পিঠা ও পাত্রপূর্ণ চা আনিয়াছিল, তাহা তখনও দ্বারের অদূরে পড়িয়া ছিল ; সে তাড়াতাড়ি উঠিয়া সেগুলি টানিয়া লইয়া তাহার সদ্ব্যবহার করিল । চা তখনও অল্প গরম ছিল, তাহ পান করিয়া সে অত্যন্ত তৃপ্তিলাভ করিল ; তাঙ্কণর মনে হইল সেকপ মুখরোচক চা সে বহুদিন পান করে নাই । তাহার ফ্লাস্কে তখনও কয়েক বিন্দু স্বরা ছিল, তাহ। সে জিহবা দ্বারা লেহন করিতে লাগিল। তাহার পর সে কি করিবে—তাহাই ভাবিতে লাগিল । কোয়ান তখন পর্য্যন্ত বিপ্লববাদীদের দলে প্রত্যাগমন না করায় তাহাড়ের মনে কোনরূপ সন্দেহের উদয় হইয়াছিল বলিয়া মনে হয় না । সে বিপ্লববাদীদের দলের একজন প্রধান কৰ্ম্মী । দলের সকলেরই ধারণা হইল কোন কারণে তাহার ফিরিতে বিলম্ব হইতেছিল ; কিন্তু ওয়াকার সে কথা ভাবিয়া নিশ্চিন্ত থাকিতে পারিল না । কাহার মনে হইল সে তাহার খাবার লইয়া সেই কক্ষে প্রবেশ করিয়াছিল, তাহাকে ফিরিতে না দেখিলে তাহার দলের লোক সেই কক্ষে প্রবেশ করিবে ; তাহারা তাহার মৃতদেহ দেখিতে পাইলে ওয়াকারকে তৎক্ষণাৎ হত্যা করিবে—এবিষয়ে তাহার সন্দেহ রহিল না । ওয়া কারকে হঠাৎ সে ভাবে নিহত হইতে না হয় এই উদেশ্ব সে কোয়ানের মুতদেহটি টানিয়া লইয়া গিয়া সেই কক্ষের এক কোণে পর্দার আড়ালে রাখিয়া আসিল । কেহ সেই কক্ষে প্রবেশ করিলে হঠাৎ তাহ দেখিতে পাইবে তাহার সম্ভাবনা রহিল না । সে তাহার আপাদমস্তক এ ভাবে আচ্ছাদিত করিল যে, কেহ তাহ দেখিলেও মনে করিত ওয়াকারই