পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や পীতাতঙ্কের প্রতিকার সেথানে শয়ন করিয়া নিদ্রাভিভূত হইয়াছে । সে ঐ শ্রেণীর আগস্তুকের ভ্রম উৎপাদনের জন্য নিজের জ্যাকেটটি খুলিয়া তদ্বারা কোয়ানের মস্তক ও স্কন্ধ আচ্ছাদিত করিল। তাহার পর সে সেই গুদাম-ঘরের দ্বার খুলিয়া বাহিরে আসিল এবং অন্ধকারে হাতড়াইতে হাতড়াইতে সম্মুখে অগ্রসর হইল । সে সেই পথে জনপ্রাণীও দেখিতে পাইল না । সে কিছুদূর অগ্রসর হইয়া কোনও দিকে আলো দেখিতে পাইল না। সে যে পথ দিয়া চলিল তাহ ভূগর্ভস্থ সুড়ঙ্গ-পথ বলিয়াই তাহার ধারণা হইল । তাহার পদতলে নলের মাদুর গালিচার মত প্রসারিত ছিল ; তাহারই উপর দিয়া সে চলিতে লাগিল, এজন্ত তাহার পদবিক্ষেপে শব্দ হইল না । কিছু দূর চলিয়া সে পথের এক পাশে একটি কক্ষ দেখিতে পাইল । কক্ষটি ক্ষুদ্র, এবং তাহার দ্বার অৰ্দ্ধোন্মুখ ছিল । সে সতর্ক ভাবে সেই স্বারের সম্মুখে উপস্থিত হইল । সেই স্বারের ভিতর দিয়া সে মৃদু আলোক-রশ্মি দেখিতে পাইল । তাহার মনে হইল যদি সেই কক্ষে কোন লোক থাকে এবং সে দৈবাৎ তাহাকে দেখিতে, পায় তাহ হইলে তাহার জীবন পুনৰ্ব্বার বিপন্ন হইবে । সে দ্বারের ফাক দিয়া সেই কক্ষটি পর্যবেক্ষণ করিয়া বুঝিতে পারিল কক্ষটি চীন দেশের প্রথায় সজ্জিত । সেই কক্ষে একখানিও টেবিল বা চেয়ার ছিল না। মেঝের উপর একখানি দেশীয় মাদুর প্রসারিত ছিল, এবং তাহার দেওয়ালের নিকট চারিখানি কাঠের তক্তপোষ সংস্থাপিত ' ছিল। ত্ত্বে কয়েক মিনিট অপেক্ষা করিয়া কাহারও কাহারও নাসাগর্জন শুনিতে পাইল, স্বতরাং সেই সকল ভক্তপোষে চীনাম্যানের ঘুমাইতেছিল। ইহ সে সহজেই বুঝিতে পারিল। সেই কক্ষের মধ্যস্থলে একটি তেলের