পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ পীতাতঙ্কের প্রতিকার কিন্তু কোন ট্যাক্সিতে ওয়াকারের চেহারার মত একটি লোকও দেখিতে পাওয়া যায় নাই ।” ওয়াটারসন ক্ষুব্ধ ভাবে বলিলেন, “বড়ই দুঃখের বিষয়, পিয়ারসন, যেরূপে হউক তাহাকে খুজিয়া বাহির করিতেই হইবে । এজন্য কুড়ি হাজার পুলিশম্যান নিযুক্ত করিবার প্রয়োজন হয়, তাহাতেও আমি রাজী আছি ; এবং যদি লগুনের চীনাপল্লীর প্রতিঘরে খানাতল্লাস করিতে হয়, প্রত্যেককে ঘর হইতে টানিয়া বাহির করিতে হয়— তাহাতেও কুষ্ঠিত হইব না । লাইম-হাউসে যত চীনাম্যানের বাস, ততজন পুলিশ সেখানে উপস্থিত হইবে । আমরা ওয়াকারকে খুজিয়া বাহির করিব ; আর যদি,তাহাকে না পাই তাহা হইলে তাহার ভাগ্যে কি ঘটিয়াছে তাহার সন্ধান লইব । ডিভট জেলখানার পথ হইতে বিপ্লবীদের সাহায্যে পলায়ন করিয়াছে—এজন্য আমরা দুঃখিত নহি । তাহার পলায়নের জন্য তোমারও কেহ দোষ দিতে পারিবে না। মামুষের যাহা সাধ্য তাহা তুমি করিয়াছ । ওয়াকার চেষ্টা করিলেও তাহার পলায়নে বাধা দিতে পারিত না।”—পুলিশ কমিশনার উঠিয়া বাহিরে চলিলেন । மு ডি ডি দ্বার পর্য্যস্ত র্তাহার অমুসরণ করিয়া বলিলেন, “নমস্কার মহাশয়! ওয়াকারকে তাহারা কিরূপ বিপদে ফেলিয়াছে, আমি তাহার সন্ধান লইবার চেষ্টা করিব । যদি আমাকে এজন্য এক বৎসর ধরিয়া পরিশ্রম করিতে হয় তাহারও ক্রটি করিব না।” পুলিশ-কমিশনার বলিলেন, “কিন্তু তুমি সতর্ক থাকিও । ইনস্পেক্টর .ওয়াকারকে হারাইয়া যথেষ্ট ক্ষতিগ্রস্থ হইয়াছি, আবার যেন তোমাকে হারাইতে না হয়। আশা করি এই সকল নরপশু পুনর্বার নরহত্যার জন্ত প্রলুব্ধ হয় নাই ।”