পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ১২১ ডি ডি বলিলেন, "হো-লি বিষমিশ্রিত সন্দেহে যে সকল নোট পাঠাইয়াছিল, আপনি কি কোন বিশ্লেষক দ্বারা সেগুলি পরীক্ষা করাইয়াছেন ?” মেজর বলিলেন, “না, এখনও তাহ পরীক্ষার জন্য পাঠাই নাই । আমার বিশ্বাস, বিপ্লবীরা আমাদিগকে নানা প্রকার অস্থবিধায় ফেলিবার চেষ্টা করিবে । তুমি হো-লির সঙ্গে একবার দেখা করিবে ? আমার মনে হয় সে ওয়াকারের গতিবিধির সংবাদ জানে ; এ বিষয়ে সে তোমাকে সাহায্য করিতে পারিবে ।” ডি ডি বলিলেন, “এ কথা পূৰ্ব্বে আমার মনে হয় নাই ; যাহা হউক, আমি এখনই গিয়া তাহার সঙ্গে, দেখা করিব । যদি সে ওয়াকারের গতিবিধির সন্ধান দিতে না পারে তাহা হইলেও যাহার তাহাকে ধরিয়া লইয়া-গিয়া গুম করিয়া রাখিয়াছে—তাহাদের সম্বন্ধে অনেক সংবাদ সংগ্ৰহ করিতে পরিবে । এই লোকটা লাইম-হাউসের নাড়ি-নক্ষত্রের খবর রাখে, এবং সেখানে তাহার প্রভাব প্রতিপত্তি ডাউনিং ষ্ট্রীটে প্রধান মন্ত্রীর প্রভাব প্রতিপত্তি অপেক্ষী অল্প নহে ।” পুলিশ কমিশনার প্রস্থান করিলে ডি ডি একটি পিস্তল ও কতকগুলি অতিরিক্ত কার্বুজ সঙ্গে লইয়া আফিস ত্যাগ করিলেন । পিয়ারসন কয়েক মিনিট পরে হো-লির সহিত সাক্ষাৎ করিতে চলিলেন। ডি ডি যখন হো-লির গৃহে উপস্থিত হইলেন তখন হো-লি গাঢ় নিদ্রায় অভিভূত। ডি ডি বিশেষ প্রয়োজনে হো-লির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন শুনিয়া হো-লির একটি স্ত্রী তাহার নিদ্রাভঙ্গ করিল। হোলি অৰ্দ্ধ-উন্মিলিত নেত্রে তাহার পত্নীর মুখের দিকে চাহিয়াঁ কঠোর স্বরে বলিল, “কে রে মাগী ! ( Huie woman : ) এ কি রকম বুদ্ধ-খেয়াল ?”