পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ১২৩ হো-লি বলিল, “যাহারা আমার শক্তির পরিচয় পাইয়াছে তাহারা বিস্মিত হয় না ; অবিশ্বাসী বিধৰ্ম্মীরা আমার জ্ঞানের পরিমাণ বুঝিতে না পারিয়া বিস্মিত হয় বটে, কিন্তু আমি তাহাদের মূঢ়ত দর্শনে বিস্মিত হই না। আমি ত আপনাকে পূৰ্ব্বেই বলিয়াছি আমি ভবিষ্যৎদশী, কোন ব্যাপারই আমার অগোচর থাকে না । আমি কোন সাধনায় সিদ্ধিলাভ করিয়াছি তাহা আপনাদের ধারণা করিবার শক্তি নাই । আপনার সেই তাবেদারটি সম্বন্ধে অনেক কথাই আমার স্থfলদিত । —আমি শ্বেতাঙ্গ ইনস্পেক্টর ওয়াকারের কথা বলিতেছি।” ডি ডি বলিলেন, “তাহ হইলে আমাকে স্বীকার করিতে হইবে তোমার ক্ষমতা অসাধারণ ! যাহা হউক্স, সৰ্ব্বাগ্রে আমি জানিতে চাই—ওয়াকার এখন কোথায় ও কি অবস্থায় আছে ? তুমি কি তাহার সংবাদ বলিতে পারিবে ?” হে-লি গম্ভীর স্বরে বলিল, “আমি তাহা বলিতে না পারিলে আর অন্য কে বলিতে পারিবে ? আমার মত ভবিষ্যদ্বেত্তা কি চীনাম্যানদের মধ্যে আর কেহ আছে ? আপনি আর কাহাকেও এই প্রশ্ন করিলে সে আপনাকে উত্তর দিতে পরিবে ? না, অন্ত কাহারও সাধ্য নাই ; কিন্তু বিশেষ কোন কারণে আমি আপনার সেই তবে দারটি সম্বন্ধে কোন কথা আপনার নিকট প্রকাশ করিতে পারিতেছি না । আমার এই উত্তর শুনিয়া আপনি অসন্তুষ্ট হইবেন না ।” ডি ডি তাহার কথা শুনিয়া ভ্র কুঞ্চিত করিয়া বিরক্তিস্থচক একটা অক্ষুট শব্দ উচ্চারণ করিলেন । তিনি জানিতেন সেই ধূৰ্ত্ত চীনাম্যান যদি কোন কারণে র্তাহার প্রশ্নের উত্তর দিতে অসম্মত হয় তাহা হইলে’ তাহার মুখ ইতে সে কথা বাহির করা অতন্ত্য কঠিন ; কিন্তু তুহিকে ভয় প্রদর্শন করিয়া জ্ঞাতব্য সকল কথ। বলিতে বাধ্য