পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার S૨૯ হে-লি ডি ডির কথা শুনিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িল; তাহার পর উদরে হাত বুলাইয়া, উদরস্থিত জ্ঞানের উৎস-মুখ উদঘাটিত করিয়৷ বলিল, “কোতোয়াল সাহেব, ঐরূপ কায আপনার কথন করিবেন না । হয় ত আপনাদের চেষ্ট সফল হইবে, কিন্তু যে উদ্দেশ্যে আপনার এই কায করিবেন—সেই উদ্দেশ্ব সিদ্ধ হইবে না।” ডি ডি অসহিষ্ণু ভাবে বলিলেন, “কোন উদ্দেশ্য ?” হো-লি বলিল, “ওয়াকারের উদ্ধারসাধন । আপনারা ঐ কার্ষ্যে হস্তক্ষেপণ করিলেই ওয়াকারকে মরিতে হইবে । হা, তাহার মৃত্যু অনিafg; &ëtz (very certainly he would die.) é, stafa মৃত্যু হইবে এবং আপনার যথাসাধ্য চেষ্টা করিয়াও তাহার মৃতদেহ আবিষ্কার করিতে পারিবেন না।” এই সময় হো-লির একটি ভূত্য তাঙ্গাকে হুক আনিয়া দিলে সে প্রশাস্ত চিত্তে ধূমপান করিতে লাগিল । ডি ডি তাহার কথা শুনিয়া বলিলেন, “এ অবস্থায় আমাদের কৰ্ত্তব্য কি, তাহা তোমার নিকট জানিতে চাই । সে এই ভাবে বিভীষিকাবাদী বিপ্লবীদের আডডায় অনির্দিষ্ট কাল আটক থাকিবে— ইহা হইতেই পারে না। তাহার ইচ্ছা করিলেই তাহাকে হত্যা করিতে পারে । যদি তাহারা তাহাকে হত্যা করে তাহা হইলে তাহার মুতদেহ আবিষ্কার করিয়া কি ফল হইবে ? আমাদের সেই চেষ্টাও হয় ত বিফল হইতে পারে।” হো-লি বলিল, “কিন্তু আমি আপনাদের হিতাকাজক্ষী। আমি একটি লোককে তাহার সহায্যের জন্য নিযুক্ত করিয়াছি ; সেই লোকটি হপ-সিং দলেরই একজন পদস্থ সহযোগী।” ডি ডি বলিলে, “তাহার সহায়তায় আমাদের কি উপকার হইবে ?