পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&ど পীতাতঙ্কের প্রতিকার বিশেষতঃ, এরূপ বিপজ্জনক ব্যাপারে আমরা হপ-সিং দলের কোন লোকের সহায়তায় নির্ভর করিয়া নিশ্চেষ্ট বা নিশ্চিস্ত থাকিতে পারি না, এবং তাহ কর্তব্য বলিয়াও মনে করি না ।” ছো-লি বলিল, “আমি যাহার কথা বলিলাম—তাহার নাম উসাম । সে যদিও হপ-সিং সম্প্রদায়ভুক্ত, কিন্তু হো-মিং সম্প্রদায়ের লোক তাহাকে বিপ্লবীদলের কৰ্ম্মী বলিয়াই জানে। সে গত দুই দিন হইতে আপনার সেই তাবেদারটির প্রতি লক্ষ্য রাপিয়াছে । সে অসাধারণ পূৰ্ব , সে ঠিক সময়ে মামাব নিকট সকল সংবাদ প্রকাশ করিবে।” ডি ডি তাহার কথার মৰ্ম্ম ঠিক বুঝিতে না পারিয়া বলিলেন, “তুমি কি বলিতে চাও তোমাদের দলের একজন লোক হো-মিং নামক বিপ্লবী-দলে যোগদান করিয়া'তামার গুপ্তচরের কায করিতেছে ?” হো-লি বলিল, “হা, আপনি ঠিকই অকুমান করিয়াছেন। উ-সাম অসাধারণ চতুর ; এজন্য তাহাকে এই কার্ষ্যে নিযুক্ত করায় আমাকে প্রচুর অর্থ ব্যয় করিতে হইতেছে। সে কথায় কথায় টাকার দাবি করিতেছে। বিশেষত:, তাহাকে যে ভার গ্রহণ করিতে হইয়াছে— তাহা সহজ নহে ; যে-কোন মূহূৰ্ত্তে তাহার ধরা পড়িবাব. আশঙ্কা অাছে ।” ডি ডি তাহার মনের ভাব বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ উঠিয়া দাড়াইলেন, এবং গম্ভীর স্বরে বলিলেন, “দেখ হো-লি, আমি তোমার ঐ সকল কৈফিয়ৎ শুনিতে চাহি না । আমি তোমাকে একটা কথা বলিয়া যাইতেছি ; তাঙ্গ তুমি বিশ্বাস করিতে পার । ওয়াকার য়ে দিন সুস্থ দেহে আমাদের স্কটল্যাণ্ড ইয়ার্ডে ফিরিয়া যাইবে—সেই দিনই আমি আমার নিজের পকেট হইতে তোমাকে পাচশত পাউণ্ড পুরস্কার দিব —আমার কথা বুঝিতে পারিয়াছ ?”