পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)\లి: পীতাতঙ্কের প্রতিকার হো-টিং বলিল, “সেজন্য কোন চিন্তা নাই পূজনীয় পিতৃদেব ! আমি আপনার এই আশা পূর্ণ কারব । ই, সে শীঘ্রই শিঙা ফুকিবে ।” eে-লি গম্ভীর স্বরে বলিল, “কিন্তু ছুরীর সাহায্যে ঐ কাৰ্য্যটি করি ও না বাপধন ! ছুরীদ্বারা কাহারও কণ্ঠচ্ছেদন, বা হৃৎপিণ্ড বিদারণ অত্যস্ত নিষ্ঠুর কার্য্য, নিৰ্ব্বোধের কার্য্যও বটে ; তাহাতে সুফল লাভের ধ আশা নিতান্ত অল্প । কিন্তু কোন অস্ত্র দ্বারা নিহত না হইয়া যদি সে অক্ষত দেহে মৃত্যুকে আলিঙ্গন করে, তাহা হইলে তাহার আত্মীয়ের তাহার মৃত্যুর কারণ স্থির করিতে না পারিয়া আমার নিকট তাহ। জানিতে আসিবে । আমি গণনা করিয়া বলিব—দেবতার কোপেই তাহার মৃত্যু হইয়াছে ; এ জন্য দেবতাকে প্রসন্ন করিতে হইবে । আমি দেবতার পূজার জন্য তাঙ্গাদের নিকট যে টাকার দাবি করিব—তাহার আমাকে তাহা দিতে বাধ্য হইবে । এই সকল বলিয়া সে চন্দনের পাখা ঘুরাইয়া বাতাস থাইতে লাগিল । তযুগর চক্ষু উজ্জল হইল । হে1-লি কয়েক মিনিট নত মস্তকে চিস্তা করিয়া তাহার সুযোগ্য পুত্রকে বলিল, “বৎস চো-টিং, বিষয়টি অত্যন্ত জটিল ; মৃত্তবাং ধীর ভাবে কৰ্ত্তব্য স্থির করিতে হবে । আমি স্পষ্টই বুঝিতে পারিতে ছি হো-মিং সম্প্রদায়ের বিপ্লবীরা পুলিশের এই ছোট সাহেবটকে এখং সেই দীর্ঘকায় ইনস্পেক্টরকে শীঘ্রই হত্যা করিবে । কিন্তু তাহার। এই অপকৰ্ম্মে প্রবৃত্ত হইবাব পূৰ্ব্বেঙ্গ ইহার তিকার করিতেহইবে । জন্য হিপ-সিংএর দলের সঙ্গেয্য গ্রহণের প্রয়োজন হইবে।” - তো-টিং বলিল, “ • হাই হৰ্চবে পিতা ! আমি আপনার কোন অ।দেশের প্রতিবাদ করি না ; কারণ আমি অত্যন্ত পিতৃভক্ত পুত্র " a very filial son. )