পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম তরঙ্গ ভয়ঙ্কর গোলেঃক ধtধ! পুলিশ-কন্‌ষ্টেবল বোলটন ধৰ্ম্মভীরু লোক । সে পুলিশে চাকরী গ্রহণ করিবার পর কয়েক বৎসর এই একই বাটে কায করিতেছিল ; এই জন্য এই বীটের মুবিধা অস্থবিধা-সংক্রাস্ত সকল সংবাদই তাহার স্ববিদিত ছিল । সে বীটের শেষ-প্রাস্তে উপস্থিত হইয় তাহার উপরওয়ালা সাজেণ্ট ম্যাকগ্রেগরের দেখা পাইল । ম্যাকৃগ্রেগর জাতিতে স্কট । সে যেমন সাহসী, সেইরূপ একগুঁয়ে । বোলটন তাহাকে তাহার সন্দেহ ও মানসিক অস্বস্তির কথা বলিলে সে স্তব্ধভাবে তাহার সকল কথা শুনিল। ম্যাক গ্রেগর এই বিভাগে নূতন আসিলেও সে অল্পদিনেই বোলটনের প্রকৃতির পরিচয় পাইয়াছিল সে জানিত বোল্টন সহজে ভাত এবং অকারণে উৎ কষ্ঠিত হইত না । বোলটন ইয়র্ক-সায়ারবাসী, তাহার দেহ প্রকাও, এবং দেহে বলও অসীম। বোলটন এই স্কট, সার্জেণ্টর নিকট তাহার আতঙ্কের কথা প্রকাশ করিতে কুষ্ঠিত হইল না । বালটন বলিল, “এই চীনাপল্লীর অবস্থা এখন ফুটন্ত জলের কাৎলির মত ! কিন্তু আমি এক সপ্তাহ চেষ্টা করিয়াও কোন হাঙ্গামা বা বে-আইনী কার্ষ্যের সন্ধান পাই নাই । বিশেষতঃ এথানে কোন ‘গণ্ডগোল ঘটিলে তাহা খবরের কাগজে প্রকাশিত হয় এবং তাহ পড়িয়া প্রকৃত ব্যাপার জানিতে পারি। এখানে চীনাম্যানদের বিভিন্ন দলে যে