পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XVO8 পীতাতঙ্কের প্রতিকার বিরোধ বাধে, তাহীতে শান্তিভঙ্গ হয় বটে, কিন্তু বর্তমান ব্যাপারটা তাহাদের সাম্প্রদায়িক বিরোধ বলিয়! মনে হয় না ; যদি তাহা হইত তাহা হইলে এ সম্বন্ধে সকল কথ। পূর্বেই শুনিতে পাইতাম । মনে হয় তাহারা স্থির ভাবে বসিয়া কোন সুযোগের প্রতীক্ষা করিতেছে । বাতাশে যেন অশাস্তির বাষ্প ভাসিয়া বেড়াইতেছে! যদি শীঘ্র এখানে ঝড় উঠে, তাহা হইলে আমি বিস্মিত হইব না ; কিন্তু আমার মনে হয় সেই ঝড় অতি ভীষণ হইবে, এবং তাহার প্রবাহে চারি দিকে আগুনের হস্ক ছুটিবে ! তাহ সহজে নিবাইতে পারা যাইবে কি না সন্দেহের বিষয় । হপ সিং ও হো-মিং এই উভয় সম্প্রদায়ের মধ্যে ভীষণ বিরোধ আরম্ভ হইয়াছে । এই বিরোধ নূতন নহে, ইহা বহুদিন হইতে চলিয়া আসিতেছে ; কিন্তু সংপ্ৰতি তাহা চরমে উঠিয়াছে । দুই দলের লোকে এই পল্লী আচ্ছন্ন করিয়াছে । যখন তাহীদের মধ্যে দাঙ্গ৷ হাঙ্গামা আরম্ভ হয় তখন তাহারা যেন দানবের স্বভাব পায়।” । ম্যাকগ্রেগর বোলটনের উক্তির সমর্থন করিয়া বলিল, “আমিও তাহাদিগকে দলবদ্ধ অবস্থায় দেখিয়াছি । আজ রাত্রিটা বড় থারাপ বলিয়াই মনে হইতেছে...তুমি চারি দিকে দৃষ্টি রাখিবে, বেলটন ! আমি রিজার্ড কন্‌ষ্টেবলদের ডাকিতে যাইতেছি ; তাহাদিগকে । প্রস্তুত থাকিতে অনুরোধ করিব।” চারি দিকে এ অবস্থা শঙ্কাজনক বলিয়াই তাহার মনে হইল । ম্যাকগ্রেগর ধীরে ধীরে অদূরবত্তী ‘কল-বক্সে’র দিকে অগ্রসর হইল । সে যখন সেই কক্ষের দ্বার স্পর্শ করিয়াছে—সেই সময় বোলটনের . হুইঙ্গ-ধ্বনি সে মুস্পষ্টরূপে শুনিতে পাইল । ম্যাকূগ্রেগর সেঙ্গ শব্দ শুনিয়া তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করিল এবং বোলটনের সহিত । দেখা করিতে চলিল। বোল্টনও ব্যগ্ৰ ভাবে তাহার সঙ্গে দেখা