পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ১৩৫ করিতে আসিতেছিল। তাহার পশ্চাতে একটি চীনাম্যান ; সে যুবক এবং তাহার অঙ্গে দেশীয় পবিচ্ছদ ছিল । বোলটন তাহার হাতের বেটন আন্দোলিত করিয়া সার্জেণ্ট ম্যাকগ্রেগরকে বলিল, “মনে হইতেছে কোন একটা দুর্ঘটনা ঘটিয়াছে । এই যুবক বলিতেছে ঐ দোকানে একটা মুতদেহ পড়িয়া আছে ।” সার্জেণ্ট তীক্ষ দৃষ্টিতে চীনাম্যানটার মুগের দিকে চাঙ্গিয বলিল, “কোথায় হে, ছোকরণ " চীনাযুবকটি ভাঙ্গা-ভঙ্গি ইংরাজীতে বলিল, “পথের ঐ ধারে ।” —সে হাত বাড়াইয় যে দোকানটুর দিকে অঙ্গুলি প্রসারিত করিল— তাহা সেই পথের অন্য দিকে তাহদের . সম্মুখে সংস্থাপিত ছিল। তাহারা তাড়াতাড়ি পথ পার হইয়। সেই দোকানের দিকে চলিল । বোলটন তাহার হাতের বেটনট বাগাইয়া ধরিল। ম্যাকগ্রেগর নির্দিষ্ট দোকানের সম্মুখে আসিয়া দোকানের সম্মুখবর্তী বাতায়নের দিকে দৃষ্টিপাত কৰিল । সেই বাতায়নেব রঙ্গীন কাচ পথের ধূলায় আচ্ছাদিত ছিল । সেই ধূলার নীচে মোট মোট হরক্রুফ দোকানের মালিকের নাম অঙ্কিত ছিল । সেই অক্ষরগুলি ধূলি-সমাচ্ছন্ন হইলেও ম্যাকগ্রেগর দোকানদারের নামটি পাঠ করিতে পারিল । বাতায়নের কাচে লিখিত ছিল, “হপ-যু, চা-বিক্রেতা” । —ম্যাকগ্রেগর বুঝিতে পারিল তহা চাএর দোকান । , যে চীন যুবকটি বাঁটের কন্‌ষ্টেবল বোলটনকে সেই দুঃসংবাদ জানাইয়া ছিল সে সুবিখ্যাত দার্শনিক ও ভবিষ্যৎবেত্তা হো-লির পুত্র হো-টিং। সে প্রতিজ্ঞ করিয়াছিল বিপ্লবীদিগের অনুষ্ঠিত গুপ্ত, হত্য বন্ধ করিবে। বিভীষিকাবাদের উচ্ছেদ সাধনে স্কটল্যাণ্ড ইয়ার্ডকে যথাশক্তি সাহায্য করিবে । এই উদ্দেশেই সে বোলটনের সাহায্যপ্রার্থী