পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>S)と পীতাতঙ্কের প্রতিকার হইয়াছিল। ইহাতে তাহার জীবন বিপন্ন হইবার আশঙ্কা ছিল, তাহাও সে জানিত । ম্যাকগ্রেগর সদলে সেই দোকানে প্রবেশ করিল। দোকানখানি ক্ষুদ্র ও অন্ধকারাচ্ছন্ন। তাহার ভিতর প্রবেশ করিলে একটা মিশ্র গন্ধ তাহাদের নাসারন্ধে, প্রবেশ করিল ; তাহ নানাপ্রকার মসলার গন্ধ । প্রাচ্য দেশের অধিকাংশ বেণে -মসলার দোকানে এইরূপ গন্ধ পাওয়া যায় । তাহারা দোকানে প্রবেশ করিয়া একদল ইদুরের কিচ কিচ শব্দ শুনিতে পাইল ; কয়েকটা ই দুর তাহাদিগকে দেখিয়া তাড়াতাড়ি দোকানের বিভিন্ন কোণে পলায়ন করিল এবং দেওয়ালের গৰ্ত্তে আশ্রয় গ্রহণ করিল। দোকানরের পশ্চাতে একটি কুঠুরী ছিল ; তাহারা সেই কুঠুরীর ভিতর মৃতদেহটি দেখিতে পাইল । ম্যাকগ্রেগর মৃতদেহ পবীক্ষা করিয়৷ বুঝিতে পারিল—লোকটির ঘাড়ের হাড় বৈজ্ঞানিক কৌশলে ভাঙ্গিয়া (scientifically broken ) Stattṛṣ হত্যা করা হইয়াছিল । বোলটন মৃতদেহের দিকে চাহিয়৷ গাল চুলকাইয়া বলিল, “ইহ চীনাম্যানদের দলাদলির ফল বলিয়া মনে হয় না ; কারণ তাহারা দুই দলে দাঙ্গা করিবার সময় ছুরী ব্যবহার করে, এবং ছুরীর সাহায্যেই শক্রবধ করে । ইহাই তাহদের সাধারণ নিয়ম । তাহারা কখন এই নিয়মের ব্যতিক্রম করে কি ন জানি না ।” সার্জেণ্ট ম্যাকূগ্রেগর বোলটনের কথা শুনিয়া মাথা হেলাইয় তাহার উক্তির সমর্থন করিল। সে কোন মন্তব্য প্রকাশ করিল না । তাহার মুখ গম্ভীর, চক্ষুতে উদ্বেগ ফুটিয়া বাহির হইতেছিল । সে ক্ষণকাল চিন্তা করিয়া বোলটনকে সেই মৃতদেহের পাহারায় থাকিতে আদেশ করিল, এবং দোকান হইতে পথে আসিয়া পূৰ্ব্বোক্ত