পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার >○ート টেলিফোন-বক্সের দিকে অগ্রসর হইল । কিন্তু সে বোলটনকে একথাও বলিয়া আসিয়াছিল সংবাদদাতা চীনাযুবকটি হঠাৎ সবিয়। পড়িতে ন পারে—সেদিকে ও যেন তাঙ্গর দৃষ্টি থাকে। ম্যাকগ্রেগর যখন টেলিফোন করিল সেই সময় তাহর মনে হইল সেই পল্লীতে অশাস্তি-স্রোত প্রবাহিত হইতেছিল । তাহাব ধারা হইল সেই পল্লীর বায়ুমণ্ডল যেন স্তম্ভিত এবং তাহ বিদ্যুদগর্ত । অথচ সে বিপদের কোন বাহিক নিদর্শন দেখিতে পাই ল না ; এমন কি, পথে জনমানবের সাড়াশব্দও পাইল ..! ভীষণ ঝটিকার পূৰ্ব্বে প্রকৃতি যেমন নিম্পন্দ ও স্তম্ভিত ভাব ধারণ རྡ་མ་སྣ། অচিরাগত ঝঞ্চার আভাস জ্ঞাপন করে—চারি দিকে চাহিয়া ম্যাকুগ্রেগরেরও সেইরূপ আশঙ্কা হইল । তাহার ধারণা হইল –ইহা দুলক্ষণ । সে বুঝিতে পারিল কোথাও যেন দুৰ্ব্বোধ্য রহস্তাচ্ছন্ন ভাবে একটা ভীষণ দাবানল প্রধূমিত হইতেছিল ; কিন্তু কখন কিভাবে তাহা জলিয়া উঠিবে তাহা সে অকুমান করিতে পারিল না। তাহার বুদ্ধি তেমন প্রখর ছিল না ; তাহার উপর কল্পনার সাহায্য গ্রহণ করিবে— তত শক্তিও তাহার ছিল না । তথাপি সে বায়ুস্তরে আসন্ন দুৰ্য্যোগের আভাস অনুভব করিতেছিল। তাহার মনে হইল—ষে কোন মুহূৰ্ত্তে একটা ভীষণ রক্তারক্তি কাণ্ড, দুৰ্দ্দমনীয় বিপ্লব আত্ম-প্রকাশ করিতে পারে । সে যে ধূমায়মান প্রচ্ছন্ন বহির ধূমের গন্ধ পাইতেছিল, তাহা হঠাৎ প্রজ্জ্বলিত হইয়। চতুর্দিকে লেলিহান জিহবা প্রসারিত করিতে পারে, এই আশঙ্কায় সে ব্যাকুল হইয়া উঠিল । - ম্যাকগ্রেগর টেলিফোনে কাগর ও সহিত দুই চারিটি কথু কহিয়া রিসিভার নামাইয়া রাখিল । বোল্টন বলবান ও কন্তব্যনিষ্ঠ প্রহরী হইলেও একাকী সেই অপরিচিত চীনাযুবকের সহিত