পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতস্কের প্রতিকার SS)ని চাহিয়া ভয়-বিহ্বল স্বরে বলিল, “এই স্থানে আসিয়া চারি দিক লক্ষ্য করিয়া আমার বুক দারুণ আশঞ্চায় ছম-ছম করিতেছে । আমার মনে হইতেছে আমাদের পায়ের নিচে একটা ডিনামাইটের বোমা প্রচ্ছন্ন রহিয়াছে ।” ম্যাকগ্রেগর সঙ্ক্ষেপে বলিল, “এই স্থানের তুলনায় ডিনামাইট অনেক ভাল।”—সে অধিক কথা বলিত না ; সুতরাং ইহাই যথেষ্ট । 水 举 毒 碟 ওয়াকার তাহার মুষ্টিবদ্ধ করিয়া, যে চাদরপানি দ্বার সৰ্ব্বাঙ্গ আচ্ছাদিত করিগছিং-চক্ষুর সম্মুখ হইতে সেই চাদরথানা ঈষৎ অপসারিত করিয়া সতর্ক ভাবে চুতুদিকে চাহিতে লাগিল । যে দুইজন চীনামান বাহির হইতে সেই কক্ষে প্রবেশ করিয়াছিল, ওয়াকার তাহাদিগকে পূ েই দেখিতে পাইয়। ঐরুপ সতর্কত অবলম্বন করিয়াছিল । ওয়া কার যে লোকটার ঘাড় ভাঙ্গিয়াছিল, তাহার যন্ত্রণ স্থিচক আৰ্ত্তনাদ তাহাদের কর্ণগোচর হইয়াছিল— এ বিষয়ে ওয়াকরের বিন্দুমাত্র সন্দেহ ছিল না । তাহারা সেই কক্ষে দাড়াইয়া চীনা ভাষীয় কিচি -মিচির করিয়া কি বলিতে লাগিল । চীনা ভাষায় ওয়াকারের অভিজ্ঞতা না থাকায় তাহদের একটি কথাও দে বুঝিতে পারিল না ; কিন্তু সে তাহাদের হাত মুপের ভঙ্গি দেখিয় বুঝিতে পারিল—হ ত্যাকা । নিকটেই কোথাও লুকাইয়া আছে বলিয়। তাছাদের अ८न्नश् श्झे प्रांfछ्० ।। ওয়াকার আগম্বকদ্বয়ের একজনকে ঘুরিয়া পরে দিকে যাই তে দেখিল । মুহূর্বের মধ্যে ওয়াকারের বক্ষের স্পন্দন স্তম্ভিত হইলু। তাহার ধারণ হইল কোয়ান কার্যকক্ষ হইতে ফিরিয়া না আসয় সে তাহার সন্ধান করিতে চলিল । সে কয়েক মিনিটের মধ্যে বিপ্লবী