পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ 8$ পীতাতঙ্কের প্রতিকার শব্ব নির্গত হই শর পূৰ্ব্বেষ্ট ওয়াকার দুই হাতে তাঙ্গার কণ্ঠনালী এরূপ জোরে টিপিয়া ধরিল যে তাহার উন্মুক্ত মুখ-বিবর হইতে একটি শব্দও বাচিব হইল না ; তাহার কণ্ঠরোধ হইল । সেই সুযোগে ওয়াকার তাহার বক্ষঃস্থলে এরূপ বেগে ছোরাথানি বিদ্ধ করিল যে, সেই ছোরার ছয় ইঞ্চি ফলাথানির সমস্তই তাহার হৃৎপিণ্ডে প্রবেশ করিল। সেই আঘাতে মুহূৰ্ত্ত মধ্যে তাহার মৃত্যু হইল । তাহার মৃতদেহ মেঝের উপর পড়িলে শব্দ হইতে পারে, এবং সেই শব্দে অন্যান্য চীনামানের নিদ্রাভঙ্গ হওয়া অসম্ভব না ঝিঙ্গা, ওয়াকার নিহত চীন,ম্যানের ঘাড় ধরিয়া তাহার মৃতদেহ ধীরে ধীরে মেঝের উপর নামাইয়া বাপিল । | l ওয়া কাপ ধৰ্ম্মিক খৃষ্টান, তা রি নিষ্ঠার অভাব ছিল না। সে নিহত চীন ম্যানের বক্ষঃস্থল হইতে ছুরীপানি টানিয়া লইয়া অফুট স্বরে বলিল, “তহাকে লইয়া চারিজনকে সাবাড় করিলাম ! স্তে করুণাময় পরমেশ্বর আমার এ অপরাধ ক্ষমা কর । আমি নিজের প্রাণ রক্ষার জন্য এই সকল অপকৰ্ম্ম করিতে বাধ্য হইয়াছি । তুমি ত সৰ্ব্বঞ্জ, আমি স্বেচ্ছায় নরহত্যা করি না, তাহা তুমি জান ।” 藝『 ওয়াকার কান পাতিয়া পথের দিকে চাহিয়া রহিল ; কিন্তু সে দিলে সে আর কাহান ও পদ শব্দ শুনিতে পাইল না । সে বুঝিতে পারিল । তার হস্তে দুইজন চানাম্যান সেখানে অতি অল্প সময়ের মধ্যে - নিহত হইলে ও তা তাদের অন্য কোন সহযোগীর মনে সন্তে -সঞ্চার হয় নাই । ওয়াকার অত:পর কি করিলে তাঙ্গ মুহূৰ্বের মধ্যে স্থি ব করিয়া ফেলিল । তাহার ধারণ হইল তাহার হস্তে যে দুই জন চীনামান নিহত ইয়াছিল তাহদের ফিরিতে না দেখিয়া তাহার সহযোগীরা বুঝিতে পরিবে—সেই ঘরে নিশ্চিতই কোন