পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার S8& স্বদুখ চিত্র অঙ্কিত । সেই কক্ষের মধ্যস্থলে একটি অনুচ্চ বেদী ছিল । সেই বেদী রেশমী আস্তরণ-মণ্ডিত , সেই রেশমের আস্তরণে ড্রাগনের স্বৰ্ণাভ চিত্র । তাহার কারুকার্য্য অপূৰ্ব্ব শোভাসম্পন্ন । ওয়াকার সেগুলি হাত দিয়া পরীক্ষা করিতে লাগিল। তাতার পর সে বিস্ময় ভরে মনে মনে বলিল, “এগুলির মূল্য হাজার হাজার পাউণ্ড । আমার বিশ্বাস এই চীনা বিপ্লবীরা কোন মহা ধনাঢ্য ব্যক্তির গৃহ হইতে এগুলি লুঠ করিয়া আনিয়াছে । ইহাদের অসাধ্য কায নাই । কিন্তু আমরা ইহাদের বিষ-দাত না ভাঙ্গিয়া যুদ্ধে বিরত হইব না । গুপ্ত হত্যা দ্বারা কেহ কোন যুগে কোনও মহৎ কাৰ্য্য করিতে পারে নাই ; কিন্তু এই বিভীষিকাবাদীরা কি, জানে না এইরূপ পাপাকুষ্ঠান দ্বারা উহাদের উদেশ্র সফল হইবার সম্ভাবক্ষণ নাই ?” ওয়াকার সেই কক্ষে ঘুরিতে ঘুরিতে একটা গলাসরু লম্ব বোতল দেখিতে পাইল । বোতলটি শুভ্র তরল পদার্থে পূর্ণ ছিল । সে তাঙ্গার কাক খুলিয়া সেই তরল পদার্থের ভ্ৰাণ লইল ; তাহার পর মনে মনে বলিল, “বোতলে কি আছে তাহা বুঝিতে পারিতেছি না ; কিন্তু ইহার ভ্ৰাণ লইয়া মনে হইতেছে ইহা কোন প্রকার মদ্য । চীনাম্যানদেব ব্যবহারযোগ্য প্রাচ্যদেশীয় স্বরা হইতে পারে।” ওয়াকার তথন অত্যন্ত পরিশ্রাস্ত ; কোন উত্তেজক মদ্য পান করিয়া অবসাদ দূর করিবার জঙ্গ তাহার প্রবল আগ্রহ হইয়াছিল । সে সেই বোতলস্থিত তরল পদার্থটি কি তাহা জানিতে ন পাবিলেও তাহ যে cকান প্রকার বিষ—এরূপ সন্দেহ তাহার মনে স্থান পাইল না । সে প্রথমে সেই বোতলের গলায় আঙ্গুল পুরিয়া দিল এবং বোতলের মধ্যস্থিত তরল পদার্থে তাহার অঙ্গুলি সিক্ত হইলে সেই অঙ্গুলিটি সে জিহবার স্পর্শ করিল। জিনিসটি অত্যস্ত তীব্র মনে হইলেও তাহার আস্বাদন > e