পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Ꮌ8Ꮔ কিন্তু সেই স্বরা অত্যন্ত উগ্র হইলেও তাহ আকণ্ঠ পানের পর ওয়াকার আপনাকে সবল মনে করিতে লাগিল । তাহার চলিতে কষ্ট তইতেছিল ; তাহ মুহূৰ্ত্ত মধ্যে অন্তর্হিত হইল । তাহার হৃদয় নবীন উৎসাহে পূর্ণ হইল ; মন প্রফুল্প হইল । তাহার মনে হইল তাহার শিরার ভিতর দিয়; অত্যুপ্তত্ত শোণিত-শ্রোত প্রবাহিত হইতেছে । ওয়াকার একটি দ্বারের নিকট উপস্থিত হইল ; তাহার সম্মুখে একখানি পর্দা প্রসারিত ছিল । সে সেই পদাখানি অপসারিত করিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিল। কুক্ষটি সমাধি-ভূমির ন্যায় নিস্তব্ধ । সে এইরূপ নির্জন ও নিস্তব্ধ কক্ষে 'একাকী বিচরণ করয় যেন হাপাইয়। উঠিল । তাহার মনে হইল যদি সে সময় সে কোন বিপ্লবীর সম্মুখীন হইত, তাহাও তাহার পক্ষে ছিল, তাহাতে সে কিঞ্চিং নূতনত্বের আস্বাদন লাভ করিত, এবং অতর্কিত ভাবে বিপদকে বরণ করিতে তাহার আপত্তি ছিল না ; কিন্তু এই প্রকার বৈচিত্র্যহীন স্তব্ধত। তাহার অসহ্য মনে হইতে লাগিল । সেই সময়ে যে-কোন রকম কায পাইলে সে সুখী হইত। পাশের কক্ষগট নিবিড় অন্ধকারে সমাচ্ছন্ন ; সেই অন্ধকারে ওয়াকার শ্মশানচারী প্রেতের ন্যায় ঘুরিয়া বেড়াইতে লাগিল । অবশেষে সে স্থির ভাবে দাড়াইয়া, কোন দিকে কোন শব্দ শুনিতে পাওয়! যায় কি না তাহাই পরীক্ষা করিতে লাগিল ; কিন্তু সে তাহার শ্বাসপ্রশ্বাসের শব্দ ভিন্ন অন্য কোন শব্দ শুনিতে পাইল না। তাহার মনে হইল সে তাহার বক্ষের স্পন্দন ধ্বনিও শুনিতে পাইতেছিল। অবশেষে সে আর একটি কক্ষের সম্মুখস্থ পর্দার নিকট আসিয়া স্থির ভাবে দণ্ডায়মান হইল । সেই পর্দাখানি অত্যন্ত ভারী ; সে • তাহা অপসারিত করিবার পূৰ্ব্বে ক্ষণকাল সেই দ্বারের সম্মুখে উষ্ঠত