পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b- পীতাতঙ্কের প্রতিকার কর্ণে দাড়াইয়া রহিল, কিন্তু সেই কক্ষের ভিতর হইতে কোন শব্দ তাহার কর্ণগোচর হইল না । তখন সেই দ্বারের পদ অপসারিত করিয়া সে দ্বার ঠেলিতেই দ্বার খুলিয়া গেল, এবং সেই কক্ষের স্নান দীপালোক তাহার চক্ষুতে প্রতিফলিত হইল । সেই আলোকে সে একজন চীনাম্যানকে কক্ষ মধ্যে দ হ্রায়মান দেপিল । চীনা ম্যানটা তাহাকে দেখিবামাত্র দুই চক্ষু কপালে তুলিয়া বিস্ফারিত নেত্রে ৩াহার মুখের দিকে চাহিল । তাতার হাতে একটি পিস্তল ছিল ; ওয়াকার সতর্ক হইবার পূর্বেই সে সেই পিস্তলের নল তাহার বক্ষঃস্থল লক্ষ্য করিয়া প্রসারিত করিল। এই প্রকার আকস্মিক আক্রমণে ওয়া কণর সর্বাঙ্গে বৈদ্যুতিক প্রবাহ অন্ত ভব করিল । তাহার কণ্ঠতালু শুষ্ক হইল, তাহার জিহবা নীরস -ই ল ৷ - তাহার মনে হইল এবার আর তাহার পরিত্রাণ নাই । এই কক্ষে আসিয়া আততায়ীর পিস্তলের গুলীতে তাহাকে জীবন বিসর্জন করিতে হইবে—ঠহ কয়েক মিনিট পূর্বের ৪ সে কল্পনা করিতে পারে নাই ; কিন্তু ইহাই বিধিলিপি, এ বিষয়ে তাহার সন্দেহ রহিল না । সে আত্মরক্ষণর কোন উপায় স্থির করিতে না পারিয়া হাতের ছুরিপানি তাড়াতাড়ি মেঝের উপর নিক্ষেপ করিল ; কারণ সে ভাবিল—তাহাকে নিরস্থ দেখিয়া চীনাম্যানটা তৎক্ষণাং তা তাকে গুলী না করিতেও পারে ; যুদ্ধে নিরস্ত্র শক্রকে হত্যা করিতে কুষ্ঠিত হইয়া অনেকেই অস্ত্র সংবরণ করে। কিন্তু কোন চীনাম্যানের নিকট সে বীরোচিত ব্যবহার পাইবে --- ইহা সে আশা করিতে পারিল না । তথাপি সমুদ্রে যে ডুবিতেছে—সে সম্মুখে তৃণখণ্ড দেখিলেও তাহ অবলম্বন করিবার জন্য অ গ্রহ প্রকাশ করে ;–তখন তাহার সেইরূপ অবস্থা । কিন্তু চীনাম্যানটা তাহাকে ছুরী ত্যাগ করিতে দেখিয়াও তাহার