পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ᎼᏬᎩ তাহার আফিস-সংক্রান্ত অনেক গুপ্ত সংবাদ জানিয়া লইত । মিঃ পিয়ারসনের হঠাৎ স্মরণ হইল স্কট্ল্যাণ্ড ইয়ার্ডের মহাফেজখানার কাগজপত্র-গুলি তাহারই বিশ্বাসঘাতকতায় নষ্ট হইয়াছিল ; হোমসেক্রেটারীর মৃত্যু সংবাদ তাহারই নিকট তিনি সৰ্ব্ব প্রথমে শুনিতে পাইয়াছিলেন । তথাপি তিনি র্তাহার তাবেদার কেরানীটির মুখের দিকে চাহিয়া তাহার মনের ভাব বুঝিবার চেষ্টা করিলেন । সে বিপ্লববাদীদের গুপ্তচর হইলেও দীর্ঘকাল তাহার কেরানীগিরি করিয়াছিল ; তাহার এই বিপদকালে সে র্তাহার উপকার করিতেও পারে ভাপিয়া তাহার মনের ভাৰ\বুঝিবার চেষ্টা করিলেন । তাহাকে জোন্সের মুখের দিকে চাহিতে দেখিয়া ডাক্তার লু ক্রর হাসি হাসিয়া (with a cruel smile at hisYips) উপহাকে বলিল, “পিয়ারসন, বৃথা আশায় প্রলুদ্ধ হইও না; তোমার ভূতপূৰ্ব্ব কেরানী তোমার জীবন রক্ষা করিবে—সে সাধ্য উহার নাই । তুমি হয় ত মনে করিতেছ ডিভট দীর্ঘকাল তোমার কেরানীগিরি করিয়াছে, এখন তোমাকে বিপন্ন দেখিয়া তোমার পলায়নে সাহায্য করিতে পারে ; কিন্তু তুমি. এই ভ্রাস্ত ধারণ ত্যাগ কর । তোমাকে নিহত হইতে দেখিলে উহার মনে যেরূপ আনন্দ হইবে, অন্ত কাহারও সেরূপ হইবে না । তুমি শুনিয়া বিস্মিত হইবে যে, মি: ডিভট আমাকে আহ্বরোধ করিয়াছে ওয়া কারকে হত্যা করিবার ভার যেন উহারই হস্তে অপিত হয় । ইনস্পেক্টর ওয়া কারকে হত্যা করিবার জন্য উহার কিরূপ আগ্রহ হইয়াছে – উহার এই অমুরোধই ইহার উজ্জল প্রমাণ । ডিভট একথাও বলিয়াছে যে, তাহার এই অনুরোধ রক্ষা করিলে সে অত্যস্ত অমৃগৃহীত হইবে । আমি তাহার ন্যায় হিতৈষ গুপ্তচরের এই প্রার্থনা গুণ কারতে সন্মত হইয়াছি । ওয়াকার সরকারের সাহসী কৰ্ম্মচারী, তাহার কৰ্ত্তব্য

  • >