পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার YS& মুক্তিলাভ করিতে পারি—তাহা হইলে আমি তোদের সকল সঙ্কল্প ব্যর্থ করিব । এদেশে বিভীষিকাবাদীদের চিহ্লমাত্র রাখিব না। বৃটশ সরকার কাহারও প্রতি এক বিন্দু দয়। প্রদর্শন করিবেন না । তোরা মনে করিয়াডিস কি ? তোদের নিষ্ঠুরতায় দুই দশ জন কৰ্ত্তব্যনিষ্ঠ নিভাঁক কৰ্ম্মচারী নিহত হইলে কি বিরাট বুটশ সাম্রাজ্য অচল হইবে ?—ষে সকল নিরীহ নিৰ্ব্বিরোধ চীনামান নানাভাবে এদেশে দুই মুষ্টি অন্নের সংস্থান করিতেছে, বুটশের সিংহ-লাঞ্ছিত পতাকাচ্ছায়ায় সপরিবারে নিরুদ্বেগে বাস করিতেছে — তোদের ঘৃণিত পশুবৎ আচরণে তাহদেরও সৰ্ব্বনাশ হইবে ; তাহাদের ਹੈਿਸ਼ পৰ্য্যস্ত বিপন্ন হইবে । আমরা জীবিত থাকি আর ন৷ থাকি—সরকার\এই বিভীষিকাবাদ দৃঢ় হস্তে নিশ্চিকু করিয়া মুছিয়া ফেলিবেন । যে বিবাট শক্তি পৃথিবীব্যাপী সাম্রাজ্য বজ্র মুষ্টিতে সগৌরবে পরিচালিত করিতেছে--সেই অপ্রতিহত শক্তি মুষ্টিমেয় বিভীষিকাবাদীর পৈশাচিক নিষ্ঠুরতাপূর্ণ ঘৃণিত ষড়যন্ত্রে শতবর্যের বর্ষার বর্ষণে ক্ষয়িতপ্রায় শিথিলমুল জীর্ণ প্রাচীরের ন্যায়ু ধ্বসিয়া পড়িবে ?” নিলঞ্জ নরপিশাচ লু মিঃ পিয়ারসনের ক্রোধে বিচলিত হইলেও অধীরতা প্রকাশ করিল না ; সে র্তাহার প্রশ্নের উত্তর না দিয়া বলিল, “অতঃপর তোমার পক্ষে সব সমান ; আমি তোমার বীরত্বের অভিনয় দেখিবার জন্য আর সময় নষ্ট করিতে চাঙ্গি না । এখন তোমার সহযাত্রী করিবার জন্য ওয়াকারকে এখানে আনাইবার সময় । ইয়াছে । তোমাদের উভয়কে দুইটি বিভিন্ন স্থানে লইয়া গিয়া ইহলোক হইতে বিদায় দান করিতে হইবে ; এ অবস্থায় তোমার সহযোগীর নিকট শেষ বিদায় গ্রহণের জন্য তোমার আগ্রহ হওয়াই স্বাভাবিক । আমি তোমাদের এই অস্তিম কামনা পূর্ণ করিব।”