পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○やb" পীতাতঙ্কের প্রতিকার আছে । চাবীটা তাহার নিকট চাহিয়া লইবে । তাহার সঙ্গে দেখা করিতে হইলে তোমাকে জুয়ার আড্ডায় যাহতে হইবে । সে পাকা জুয়ারী, একটু ফুরসৎ পাইলেই জুয়া খেলিতে বসিয়া যায়।—আর এক কথা, ওয়াকারকে এখানে আনিবার সময় সতর্ক থাকিবে ; সে ভয়ঙ্কর চতুর ও ফন্দিবাজ, কোন কৌশলে যেন সে পলায়ন করিতে না পারে।” ডিভট হাসিয়া বুকের পকেটে মৃদু করাঘাত করিল, এবং ডাক্তার লুর মুখের দিকে চাহিয়া বলিল,“স্থা, সে চতুর ও ফন্দিবাজ তাহা অামার জাম আছে, কি স্থ এই পকেটে যিনি ক্যু হইয়া পড়িয়া আছেন— র্তাহার কাছে কোন চাতুরী বা ফন্দী খাটিবে না । আমার লক্ষ্য অব্যর্থ, তাহাকে জীবিত অবুস্থায় হাসির করিতে না পারি—তাহার মৃতদেহ বহিয়া আনিতে পারিব ; তবে সে মিঃ পিয়ারসনের নিকট বিদায় লক্টৰা র সুযোগ পাইবে না, ইহাই ক্ষেণভের বিষয় । ” ডিভট কঠোর দৃষ্টিতে মিঃ পিয়ারসনের মুখের দিকে চাহিল ; তাহার পর সে সেই কক্ষের দ্বার খুলিয়া বাহিরে গেল । ডিভট প্রস্থান করিলে ডাক্তার লু মিঃ পিয়ারসনকে লক্ষ্য করিয়া নীরস স্বরে বলিল,"তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও বন্ধু ! কিন্তু স্থিয় জানিও আমরা প্রথমে ওয়াকারকে সাবাড় করিব ; কি ভাবে তাহার মৃত্যু হয় তাহা দেখাইয়া তোমাকে পরলোকে পাঠাইব । তাহার মৃত্যুযন্ত্রণ। স্বচক্ষে দেখিলে তুমি আনন্দাশ্র বর্ষণ করতে করিতে প্রাণত্যাগ করিতে পরিবে । তাহার মৃত্যুর পর তোমাকে মরিতে হইবে ; কিন্তু তুমি কি ভাবে মৃত্যুকে আলিঙ্গন করিবে—তাহা আমি জানিতে চাই । তোমার যেরূপ অভিরুচি সেই ভাবেই মরিতে পার ; আমরা তোমার সেই আশ। অপূর্ণ রাখিব না। বল, তুমি তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হইয়৷ মরিতে চাও, না বিষের সাহায্যে মৃত্যুই তোমার বাঞ্ছনীয় ?”