পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Ꮌ ᏄᎼ পরেই জীবন বিসর্জন করিতে হুইবে । আমি তোমার নিকট এই গুপ্তকথা শুনিতে পাঠলে ও কাহাবও নিকট প্রকাশ করিতে পারব না ইঠা বুঝিতে পারিয়াছ ; তবে তাহ খামাকে বলিতে বাধা কি ? উই৷ জানিবার জন্য আমার অত্যন্ত কেী তুহল হইয়াছে ।” ৬াক্তার লু সন্দিগ্ধ দৃষ্টিতে মিঃ পিয়ারসনের মুথের দিকে চাঙ্গিয় গম্ভীর স্বরে বলিল, “ই তোমার মৃতু্য অপরিহার্য্য ; আমাদের কবল হইতে তোমার নিস্কৃতি নাই । তোমাকে আর কয়েক মিনিট পরেই জীবন বিসর্জন করিতে হবে, স্বত্ত্বরাং তোমার কৌতুহল নিবৃত্তি করিতে আমি আপত্তির কোন কারণ দেখি না ; বরং তুমি যে মৃত্যু ভয় তুচ্ছ করিয়া বিষয়াস্তরে মনঃসংযোগ করিতে পারিয়াছ, এজ’ আমি তোমার সাহস ও সহিষ্ণুতার প্রশংসা করি। তুমি কাপুরুষ নহ, ইহাও আমি বুঝিতে পারিয়াছি । তুমি আমার গুপ্তকথ। অন্যের নিকট প্রকাশ করিতে পাবিবে ন বুঝিয়া সকল কথা তোমাকে খুলিয়া বলিতেছি শোন— “তুমি বোধ হয় তামাদেব এই পাশ্চাত্য , ই দেশের সুবিখ্যাত বিষ কন্তুরেলা" নাম শুনিয়াছ । তুমি এই বিযের নাম না শুনিলেও তোমাদের দেশের বড় বড় ডাক্তার ও ভৈষজ বিদের হার নাম জানে ; ইহার শক্তির ও পরিচয় তা প্ৰদের অবিদিত নহে । সুপ্রসিদ্ধ বজ্জিয়া পরিবার এই তীব্র বিষের আবিষ্কারক-- এ সংবাদ ঃে মার জানা না থাকিতে পারে ।” ডাক্তার লুর কথা শুনিয়া মিঃ পিয়ারসনের কৌতুহল বৰ্দ্ধিত হইল । কিন্তু তিনি তা ১ার গুপ্ত রহস্য জানিতে পারিলেও তাই কাহাকেও বলিয়া যাইতে পারিবেন না ভাবিয়া ক্ষুব্ধ হইলেন । মিঃ পিয়ারসনের হতাশ ভাব দেখিয়া সেই নরপিশাচ উৎসাহিত