পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার » ፃፃ অঙ্গ ভয়ানক চুলকাইতে থাকে। যদি কোন ট্যকায় ইহার এক বিন্দু ঢালিয়া দেওয়া যায় তাহ হইলে সেই টাকাটি হাতে লইলেই হাত চুলকাইতে থাকিবে, মনে হইবে আঙ্গুলে বিছুটি লাগিয়াছে ; অথচ ঐ ভাবে চুলকাইবার কারণ সে বুঝিতে পারিবে না। কিন্তু চুলকাইতে চুলকাইতে সেই স্থানের ত্ব ক নখরাঘাতে ছিড়িয়া যাইবে, এবং দুই এক বিন্দু রক্তও বাহির হইবে । তাহার পর আর কোন চিস্ত নাই, সেই অলক্ষিত বিয রক্তের সহিত মিশ্রিত হইবে ; তাহার পর আর কি ? এক ঘণ্ট। দশ মিনিটের মধ্যেই সব শেষ । “তুমি শুনিয়া বিম্মিত হইবে, তোমাদের হোম-সেক্রেটারী সার রিউপার্ট ফালকোনার প্রকৃত পক্ষে স্বহস্তে মৃত্যুকে বরণ করিয়াছিল। ( died at his own hand ) *qiā তবে খুলিয়াই বলি । তাহার টুপির কিনারায় এই বিয বিন্দু পরিমাণে লিপ্ত হইয়াছিল ; কি কৌশলে তাহার টুপিতে ঐ বিষ লাগাইয়াছিলাম, সে সংবাদ না শুনিলেও তোমার ক্ষতি নাই ; কিন্তু কার্যটি যে আদেী কঠিন নহে, যৎসামান্য চেষ্টাতেই তাহ পারা যায়—ইহা তুমি বোধ হয় অস্বীকার করিবে ন। দস্থ্যরা সম্রাটের স্বরক্ষিত ও দুর্ভেদ্য ধনাগার হইতে ধনরত্ব লুণ্ঠন করিতে পারে, আর তোমাদের হোম-সেক্রেটারীর মত একজন রাজকৰ্ম্মচারীর নিত্যব্যবহৃত টুপি সংগ্রহ করা কি এতই কঠিন ?”

  • স্থা, আমি ষে সময় নির্দিষ্ট করিয়াছিলাম ঠিক সেই সময়েই সার রিউপার্ট ইহলোক হইতে অপস্থত হইয়াছিল । আমার একজন কৰ্ম্মচারী তাহার কয়েক ঘণ্ট। পূৰ্ব্বে টেলিফোনে—তোমাদেরই আফিসের টেলিফোনে—তোমাকে জানাইয়াছিল কোন সময় তাহার মৃত্যু হইবে । সময়ট। সে ঠিক বলিয়াছিল তাহা তোমার স্মরণ থাকিতে পারে –কিন্তু তুমি জিজ্ঞাসা করিতে পার—এইভাবে নরহত্যা করিবার কারণ কি ?

> २