পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ পীতাতঙ্কের প্রতিকার কিন্তু তাহার কোন অনুচর কোন দিক হইতে সাড়া দিল না । তাহার মানসিক চাঞ্চল্য চক্ষুতে পরিস্ফুট হইল । অতঃপর সে উঠিয়া সবেগে সেষ্ট কক্ষের প্রান্তস্থিত হল-ঘরে প্রবেশ করিল এবং পকেট হইতে হুইশ্ন বাচির করিয়া তাঙ্গাতে ফু দিল । মুহূৰ্ত্ত পরে দুই জন চীনামান হল-ঘরে প্রবেশ করিয়া ডাক্তারের সম্মুখীন হইল । ডাক্তার লু তাহাদিগকে সম্বোধন করিয়া বলিন, “অবিলম্বে আমার আদেশ শালন কর। যে পানে সেই দীর্ঘ 1ায় বিদেশী ভূতটা বাধা আছে তোমরা দুইজন সেই স্থানে উপস্থিত হইয়া তাঙ্গাকে এথানে হাজির কর । যত শীঘ্র সম্ভব আনি তাহাকে এখানে দেখিতে চাই ।” ডাক্তার লুর অন্সচরদ্বয় কোন কথা না বলিয়া - ২হ্মণাং হল-ঘর ত্যাগ করিল ; ডাক্তার লু পুনৰ্ব্বার :ি পিয়ারসনের সম্মুখে উপস্থিত হইল । সে র্তাহার মুখের দিকে চাহিয়৷ হাসিয়া বলিল, “আমার আদেশ পালনে একটু বিলম্ব হইয়া গিয়াছে মিঃ পিয়ারসন, এজন্য তুমি বোধ হয় অধীর হইয়াছ ; কিন্তু তোমার চিন্তার কোন কারণ নাই । একটু বিলম্ব হইলেও তুমি নিৰ্ব্বিঘ্ৰেই মৃত্যুকে আলিঙ্গন করিতে পারিবে । ওয়াকারকে এক মিনিটের মধ্যেই এখানে হাজির করা হইবে।” ক্ষণকাল পরে সেই কক্ষের পশ্চাদ্বত্তী একটি দ্বারের সম্মুখস্থ স্বর্ণবর্ণ ড্রাগনের চিত্রাঙ্কিত একখানি স্থল পরদা অপসারিত করিয়া একখানি স্বদীর্ঘ পা বাহির হইল ; তাহার পর সেখানে একখানি হাত দেখিতে পাওয়া গেল। অবশেষে একটি দীর্ঘকায় পুরুষ সেই কক্ষে প্রবেশ করিয়া পশ্চাতের দ্বার রুদ্ধ করিল ; তাহার হস্তে একটি পিস্তল । পিস্তলধারী চক্ষুর নিমেষে ডাক্তার লুর সম্মুখে উপস্থিত হইয়। পিস্তল দ্বারা তাহার ললাট লক্ষ্য করিল, এবং গম্ভীর স্বরে বলিল, “শীঘ্র তোমার দুষ্ট হাত মাথার উপর উচু কর –এই মুহূর্বে ।”