পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆbr8 পীতাতঙ্কের প্রতিকার অযোগ্য ব্যাপার বলিয়াই ডাক্তার লুর ধারণা হইল ; কিন্তু সে চক্ষুকে অবিশ্বাস করিতে পারিল না । ইনস্পেক্টর ওয়াকারের গম্ভীর কণ্ঠস্বর বজ্রনির্ঘোষের ন্যায় তাহার শ্রবণ-বিবরে প্রতিধ্বনিত হইতে লাগিল । ডাক্তার লুর যেন মোহ হইল ; তাহার কণ্ঠরোধ হইল । সে নিৰ্ব্বাক ভাবে উৰ্দ্ধ-প্রসারিত হস্তে ইনস্পেক্টর ওয়াকারের মুখের দিকে চাহিয়া রহিল । ওয়াকার তাহার হাতের পিস্তুলটি.সেইভাবে ধরিয়া-রাখিয় জলদগম্ভীর স্বরে বলিল, “সরিয়া গিয়া দেওয়াল ঘোঁসিয়া দাড়াও । দেওয়ালে পিঠ রাখ ।” সজিক্ষপ্ত আদেশ গুলীর ন্যায় সবেগে নিঃসারিত হইল। ( the command was short and snapped out like a bullet ) ডাক্তার লু মনুষ্য চরিত্রে অভিজ্ঞ ছিল ; সে তৎক্ষণাৎ ইনস্পেক্টর ওয়াকারের আদেশ পালন করিল। বিষ-প্রয়োগে বৃটেনবাসীদের ধ্বংসের স্বপ্ন মুহূৰ্ত্ত মধ্যে টুটিয়া গেল ; তাহার মনে হইল তাহার হিসাবে কোথাও গলদ রহিয়া গিয়াছে । এক মুহূর্বে তাহার স্ববিশাল তাসের প্রাসাদ ভাঙ্গিয়া পড়িল । ...] ডাক্তার লু বুঝিতে পারিল অতঃপর নির্বাক থাকিলে চলিবে ন। ; ইনস্পেক্টর ওয়াকারের পিস্তল হইতে দড়াম শব্দে গুলী বাহির হইয়া তাঙ্গার ললাট চুম্বন করিতে পারে ; গুলীর সেই প্রগাঢ় প্রেমালিঙ্গন বড় স্বথম্পর্শ হইবে না । এইজন্য সে জিহবা দ্বারা ওষ্ঠ সরল করিয়া কোমল স্বরে বলিল, “তুমি সত্যই অসাধারণ লোক ওয়াকার! আমি তোমাকে পূৰ্ব্বে ঠিক চিনিতে পারি নাই বন্ধু ! এই জন্য তোমার বুদ্ধি ও শক্তি সম্বন্ধে আমার ধারণা তেমন উচ্চ ছিল ন। ইনস্পেক্টর! তুমি কি আমাদের রুসিয়ান বন্ধটিকে হত্যা করিয়া