পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ›ፃ দিন সে সর্বপ্রথম সেখানে আসিয়াছিল । সে দলপতি ডাক্তার লুর বিশ্বস্ত সহযোগী এবং ভয়ঙ্কর বৃটিশ-বিদ্বেষী । ডাক্তার লু এই সভারই সভাপতি । তাহারই আহবানে পূৰ্ব্বোক্ত আটজন চীনাম্যান সেখানে সম্মিলিত হইয়াছিল । দলপতির আদেশ তাহারা অলঙ্ঘনীয় মনে করিত । কাহারও তাহ অগ্রাহ করিবার শক্তি ছিল না। ডাক্তার লু-ই গুহস্বামী । তাহার অচঞ্চল গম্ভীর মূৰ্ত্তির দিকে চাহিলে মনে হইত তাহ প্রাচীন যুগের পীতাভ গজদন্ত-ক্ষোদিত কোন নরপিশাচের মুৰ্ত্তি । ডাক্তার লু সমিতির সভ্যগণকে সম্বোধন করিয়া ধীরে ধীরে গম্ভীর স্বরে চীনা ভাষায় বলিতে লাগিল,—

  • প্রাচ্য মহাদেশের স্বগীয় রাজ্যনিবাসী মাননীয় ভদ্র মহোদয়গণ, আমি আজ সায়ংকালে একটি বিশেষ উদ্দেশ্যে আপনাদিগকে এখানে আহবান করিয়াছি। মাসের পর মাস ধরিয়| বহু চিস্তার পর আমার কাৰ্য্যপ্রণালী নিৰ্দ্ধারিত হইয়াছে। আমরা একটি নুতন যুগের প্রবেশদ্বারে দণ্ডায়মান। আমরা বৃটেনবাসীর হৃদয়ে কঠোর আঘাত করিতে সমর্থ হইয়াছি । আজ মধ্যাষ্ট্রে, আমারই অমোঘ দওে তাঁহাদের শীর্ষস্থানীশ্ব এক ব্যক্তির পতন হইয়াছে। সবুজ ত্রিভুজ সম্প্রদায়ের অহুষ্ঠিত বিরাট রাষ্ট্রীয় কল্যাণের যুগমূলে প্রথম বলি—আমাদের মহাশক্র হোম-সেক্রেটারী সার রিউপার্টু ফ্যালকোনার।”

ডাক্তার লু নীরব হইলে সভ্যেরা করতালিম্বার। তাহার উক্তির সমর্থন করিল । এইভাবে পৈশাচিক ੋ সমর্থন করিতে কেহই কুণ্ঠ বোধ করিল না ! ডাক্তার লু ক্ষণকাল নীরব থাকিয়া পুনৰ্ব্বার বলিতে লাগিল,— “মাননীয় মহোদয়গণ, আমরা আমাদের সঙ্কল্পিত কাৰ্য্য আরম্ভ २