পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার سbسSb ডাক্তার লু বলিল, “কিরূপে সে নিহত হইল ? তোমার হাতের ছুরীর ফলায় তাজা রক্ত দেখিলাম। ছুরী বিদ্ধ করিয়া, না গুলী বিদ্ধ করিয়া সেই বীর পুরুষকে হত্যা করিয়াছ—তাহা শুনিবার জন্য আমার অত্যস্ত আগ্রন্স হইয়াছে। আশা করি তুমি আমার নিকট একথা প্রকাশ করিতে ভীত হইবে না, কারণ আমি জানি তোমার সাহস আছে ।” ওয়াকার উত্তেজিত স্বরে বলিল, তোমার মত ইতর নরহস্তা কাপুরুষকে আমি ভয় করি না, সাপের মত ঘৃণা করি ; কারণ তুমি সাপের মত অতর্কিত ভাবে আক্রমণ করিয়া নিঃশব্দে দংশন কর –তোমার প্রধান সহকৰ্ম্মী বিভাষিকাবাদ কোয়ানকে তাহার নিষ্ঠুরতার ও অপ রাধের দণ্ড দানের জন্য ছোরা বা গুলী ব্যবহারের প্রয়োজন হয় নাই ।” ডাক্তার লু সবিস্ময়ে বলিল, “ইহাও নয়, উহা ও নয় ! তবে ?” ওয়াকার বলিল, “তাহা বিশ্বাস করিতে তোমার প্রবৃত্তি হইবে না ; ঘাড়ের হাড় ভাঙ্গিয়া তাহার মৃত্যু হইয়াছে।” লু বলিল, “অত-বড় জাদরেল জোয়ানটার ঘাড়ের হাড় শুকনে পাকাটীর মত ভাঙ্গিয়া গেল ?” * ওয়াকার বলিল, “দেশলাইয়ের কাটীর মত বলিলেও চলে ।” লু বলিল, “কে ভাঙ্গিল ? তুমি ?” ওয়াকার বলিল, "ভূতে ভাঙ্গিয়াছে।” লু বলিল, “তুমিষ্ট সেই সাদা ভূত । জুজুৎস্বর প্যাচ ?” ওয়াকার বলিল, “না, হাতের খ্যাচ ।” লু বলিল, “খ্যাচ টা কি পদার্থ ?” ওয়াকার বলিল, “কায়দ মত হ্যাচ কা টান ।” লু নিৰ্ব্বাক বিস্ময়ে মিনিট-থানেক ওয়াকারের মুখের দিকে চাহিয়া