পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ পীতাতঙ্কের প্রতিকার তাহার মস্তক লক্ষ্য করিয়া ছোরা তুলিল। মিঃ পিয়ারসন ছোরার আক্রমণ হইতে মাথা বাচাইবার আশায় মাথা নামাইয়া মুহূৰ্ত্তমধ্যে এক পাশে লাফাইয়া পড়িলেন ; কিন্তু ইহাতে ও তিনি অব্যাহতি পাইলেন না । তিনি কাধে অসহ যন্ত্রণা অনুভব করিলেন । তিনি মুদিত নেত্রে দূরে সরিয়া যাইবার চেষ্টা করিলেন ; কিন্তু নড়িতে পারিলেন না । একজন আততায়ী তাহাকে মেঝের সঙ্গে চাপিয়া ধরিল। তাহার পর সে তাহার বুকের উপর বসূিয়। উৰ্দ্ধে ছোরা তুলিল । ওয়াকার মিঃ পিয়ারসনকে এই ভাবে বিপন্ন দেখিয়া এক লম্ফে র্তাহার মস্তকের নিকট উপস্থিত হইল, এবং পদাঘাতে র্তাহার আততায়ীকে দূরে সরাষ্টয়া দিয় তাহার হাত হঠতে ছোরা কাড়িয়া লহল। মিঃ পিয়ারসন সেই চীনাম্যানটার পিঠে ওয়াকারের সবুট পদাঘাতের শব্দ শুনিতে পাইলেন । সে দেওয়ালে নিক্ষিপ্ত হওয়ায় যন্ত্রণায় বিকট চিংকার করিল , তাহার পর সে অতি কষ্টে উঠিয়। প্রাণ ভয়ে দ্বারের দিকে পলায়ন করিল । ওয়াকার দেখিল আর এক জন চীনাম্যান এ কথানি সুদীর্ঘ তরবারি দ্বার। মিঃ পিয়ারসনকে আক্রমণ করিতে উদ্যত হইয়াছে । ওয়াকার তাহার হাত্রে কজিতে প্রচণ্ড বেগে ঘুসি মারিতেই তরবারিখানি তাহার হাত হইতে খসিয পড়িল। সেঙ্গ তরবারি এরূপ ভারা ও বৃহদাকার যে, উভয় হস্তে তাহ পরিচালিত করিতে হইত এবং তাহ। এরূপ তীক্ষুধার যে, তাহার এক আঘাতে একটা প্রকান্তু ষাড়ের মাথাও স্কন্ধচু্যত হইতে পারিত। ওয়াকারের সাহস ও তৎপরতাতেই মিঃ পিয়ায়সনের প্রাণরক্ষণ হইল । ওয়াকার তরবারিখানি উভয় হস্তে তুলিয়া লইয়া ঘুরিয়া দাড়াইতেই *আর একজন চীনাম্যান তাহাকে আক্রমণ করিতে উদ্যত হইল । ওয়াকার তরবারিখানি উভয় হস্তে উদ্ধে তুলিয়া তাহার স্বন্ধে আঘাত