পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や পীতাতঙ্কের প্রতিকার হো-লি মাথা নাড়িয়া গম্ভীর ভাবে বলিল, “আই-ইয়া ! ইহ স্বসংবাদ বটে ; কারণ ঐ লোকগুলাও সকলেই অতিশয় মন্দ লোক । তাহাদিগকে কারাগারে শৃঙ্খলিত করায় দেশে শাস্তি প্রতিষ্ঠিত হইবে ।” তাহার কণ্ঠস্বরে আনন্দ ও উৎসাহ পরিস্ফুট । সে ক্ষণকাল নত মস্তকে চিস্তা করিয়া হাসিয়া বলিল, “তোমাদের এইরূপ সাফল্য লাভের প্রধান কারণ এই যে, আমাদের হপ-সিং সম্প্রদায়ভুক্ত কোন লোক এই যুদ্ধে বিপ্লবীগণকে কোন রকম সাহায্য করে নাই । ইহার কারণও বোধ হয় তোমার অজ্ঞাত নহে। তোমার স্মরণ থাকিতে পারে—কিছুদিন পূৰ্ব্বে এক দিন রাত্রিকালে তুমি আমার সহিত সাক্ষাৎ করিয়া আমাকে হো-মিং সম্প্রদায়ের ব্যবহৃত একখানি ছোরা দেখাইয়াছিলে এবং বিপ্লবীদের দমনে আমার সহায়তা প্রার্থনা করিয়াছিলে ।” ওয়াকার বলিল, “ষ্ঠা, সে কথা আমার স্মরণ অাছে।” হো-লি বলিল, “বিপ্লবীরা তোমাকে হত্যা করিবার দুরভিসন্ধিতে যে কায করিয়াছিল, তাহা তুমি এত শীঘ্র ভুলিয়া যাইবে—ইহ। কে বিশ্বাস করিবে ? বিষয়টি নগণ্য বা তুচ্ছ হইলে কি তাহা স্মরণ থাকিত ? এতদ্ভিন্ন যদি কোন মন্দ লোক রটনা করে—হপ-সিং সম্প্রদায়ের লোক বিপ্লবীদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়া পুলিশকে সাহায্য করিয়াছিল, তাহ হইলে আমি মুক্ত কণ্ঠে বলিব—সে মিথ্যাবাদী । যখন বিপ্লবীদের সহিত যুদ্ধ করিতেছিলে, সে সময় আমরা তাহাদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করা দূরের কথা, গৃহত্যাগও করি নাই, আমার বুড়ীর রমণীরাই ইহা সপ্রমাণ করিবে ।” ওয়াকার মাথা নাড়িয়া বলিল, “দেখ হো-লি, আমি এ কথা বলিতেছি না যে, তুমি মিথ্যাবাদী । কিন্তু যদি আমি বলি—আমরা