পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ૨૦ છે করিবার জন্য বিপ্লবীদের আড্ডায় প্রবেশ করিয়া তাহাদিগকে আক্রমণ করিয়াছিল। যদি তাহারা আর এক মিনিটও বিলম্ব করিত—তাঙ্গ হইলে wtattwa Ziwat C531 fawa zëw I “(another minute and they would have been too late) ওয়াকার হাসিয়া বলিল “কিন্তু যে সময় আমাদের জীবন বিপন্ন হইয়াছিল, আমরা আত্মরক্ষায় হতাশ হইয়াছিলাম, এবং মৃত্যুর অন্ধকার আমাদের অবসাদ-শিথিল চক্ষুর উপর ঘনাইয়। অাসিতেছিল,—ষে সময় আমরা সাহায্যের জন্য ব্যাকুল হইয়াছিলাম, তাহার প্রায় দুই মিমিট পরে আমরা পুলিশের সাহায্য লাভ করিয়াছিলাম ; স্বতরাং সেই সঙ্কট-সস্কুল দুই মিনিট কাল আমরা পুলিশের সাহায্যে বঞ্চিত ছিলাম। সেই সময় হপ-সিংএর দল সেই আডড আক্রমণ করিয়াছিল ; কারণ তাহারা বিপ্লবীদগকে দেশের ও সমাজের শক্ৰ মনে করিত । বস্তুত:, তাহারাই বিপ্লবীদের সেই প্রধান আডড আক্রমণ করিয়া তাহীদের প্রত্যেক ব্যক্তিকে সেই witsol ovs Gottfävs of Hitfos (they practically wiped every man on the premises ) co-fo do co-fi, Šialম্যান, কিন্তু সে বিপ্লবী চীনামানগুলার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করায় অমর। সেই সঙ্কট হইতে মুক্তিলাভ করিয়াছিলাম। তাহাদের সাহায্যেই আমরা বিভীষিকার অস্তিত্ব লোপ করিতে সমর্থ হইয়াছি।” ডি ডি বলিলেন, “সম্ভবতঃ সে সময় আমার চেতনা বিলুপ্ত হইয়াছিল ; কিন্তু তুমি হো-লিকে একথা জিজ্ঞাসা করিয়া কোন সদুত্তর পাষ্টয়াছিলে কি ? হপ-সিং দলের আক্রমণ সম্বন্ধে সে কি বলে ?” • ওয়াকার বলিল, “সেই বুড়া শয়তান মনে করিয়াছে আমি বিপ্লবীদের আডডায় অত্যস্ত উগ্র স্বরা পান করিয়া মদের ঝোকে অপ্রকৃত দুগু