পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ ૩ পীতাতঙ্কের প্রতিকার গুলীর; ভয়ে যাহারা কাতর, তাহারা দূরে থাকিবারই চেষ্টা করিবে । হো-লিব গুপ্তচর আউ-সাম বিপ্লবীদের হস্তে নিহত হইয়াছে বটে, কিন্তু উপযুক্ত পুরস্কার দান করিলে কোন দেশেই আউ-সামের অভাব হয় না । যাহা হউক, বৰ্ত্তমান বিভীষিকা-দমনের ফলে আমি ত কিছু পুরস্কার লাভ করিয়াছি ; তুমি এজন্য প্রথম হইতেই যথাসাধ্য চেষ্টা করিয়াছ ; costs; stor fo office. ?” ( what did you get out of it 2 ) 幢 ওয়াকার পকেট হইতে একটি কার্ড-কেস’ বাহির করিল ; তাহাতে স্বদত বাকী বাকী অক্ষরে তাহার নাম ছাপা ছিল। সে সেই কার্ডকেস’ খুলিয়। একখানি কার্ড তুলিয়া লইল এবং তাহা উৎসাহে সহকারী কমিশনার পিয়ারসনের ডেক্সের উপর রাখিয়া দিল । মিঃ পিয়ারসন কৌতুহল ভরে তাহা তুলিয়া লইয়া পাঠ করিলেন— - সুপারিণটেনডেন্ট জন ওয়াকার ও. বি. ই, স্কটল্যাণ্ড ইয়ার্ড। মুদু হাস্তে মিঃ পিয়ারসনের ওষ্ঠ স্বরঞ্জিত হইল । সরকারের অনুগ্রহে তাহার সহকৰ্ম্ম ইনস্পেক্টর ওয়াকার আজ র্তাহারই সমপদস্থ । ওয়াকারের এই সম্মানে তিনি আনন্দিত হইয়া বলিলেন, “যদি বিপ্লবীদের কেহ এখনও জীবিত থাকে, তাহা হইলে হত্যার জন্য চিহ্ণিত নামগুলির তালিকায় তোমার নামটি সকলের নামের উপরে স্থান পাইবে ।” . ওসাকার বিনয় প্রকাশ করিয়া বলিল, “আপনার নাম চিরদিনই আমার নামের উপরে আছে। বিপ্লবীরা যদি পুলিশ-কৰ্ম্মচারীদের হত্যা করিবার জন্য কোন নূতন তালিকা প্রস্তুত করিয়া থাকে, তাহ