পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ుని অত্যস্ত সহজসাধ্য, অতি তুচ্ছ, এবং তাহাতে যেন বিন্দুমাত্র বিঘ্ন বিপত্তির আশঙ্কা ছিল না । ডাক্তার লু সভ্যগণকে নীরব দেখিয়া পকেট হইতে একখানি ফটোচিত্র বাহির করিল ; সে তাহা টেবিলের উপর এভাবে হেলাইয়। বসাইল যে, সেই কক্ষের ল্যাম্পের আলোক সেই ছবিখানির সর্বাঙ্গে প্রতিফলিত হইল। ডাক্তার লু সেই ছবিখানির দিকে অঙ্গুলি প্রসারিত করিয়া বলিল, “মাননীয় সহকৰ্ম্মী মহোদয়গণ, এই ফটোতে যাহার মৃত্তি দেখিতেছেন, এই ব্যক্তিকে আপনার হত্যা করিবেন। আপনাদের প্রত্যেকে উঠিয়া আসিয়া তীক্ষ দৃষ্টিতে এই ফটোখানি লক্ষ্য করুন ।” 體 ডাক্তার লুর আদেশে সেই আটজন চীনামান সভ্যের প্রত্যেকে পর পর উঠিয়া ফটোখানি হাতে লইয়া গভীর মনোযোগ সহকারে নিরীক্ষণ করিতে লাগিল,—যেন তাহারা সেই মুৰ্ত্তি তাহীদের হৃদয়ফলকে অঙ্কিত করিয়া লইল । বলা বাহুল্য, উহা ডিটেক্টিভ ইনস্পেক্টর ওয়াকারের ফটো । সভ্যগণের প্রত্যেকে সেই ফটোথানি দেখিয়া টেবিলের উপর রাখিলে-ডাক্তার লু তাহা ੋਜੈ। লইয়া তাহার সান্ধ্যপরিচ্ছদের একটি ভিতরের পকেটে নিক্ষেপ করিল। তাহার পর সে গভীর আগ্রহ ভরে বলিতে লাগিল,—“ভদ্র भप्शत\", আমাদের হো-মিং সম্প্রদায়ের নিৰ্দ্ধারিত নিয়মাহুসারে স্থির করিব-কাহার প্রতি এই হত্যাকাণ্ডের ভাঁর প্রদত্ত হইবে। আমার, এবং হত্যাকারীর প্রাণরক্ষার জন্য তাহার আত্মগোপন একান্ত অপরিহার্য্য । আমার এই থলির ভিতর witut: foxx (ordinary Soya beans) wiss fire. Afte এই আটটি বীজের মধ্যে সাতটি বীজের বর্ণ সাদা, একটি কালো ।