পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ૨ ગ করিবার ছিল তাহা শেষ হইয়াছে । এখন আপনার সভা ভঙ্গ করিয়। বিদায় লইতে পারেন ।” সেই কক্ষের মেঝেতে কালে রংএর পুরু গালিচা প্রসারিত ছিল ; সভ্যগণ তাহার উপর নিঃশব্দে পদবিক্ষেপ করিয়া সেই কক্ষ ত্যাগ করিল। সকলেই একে একে প্রস্থান করিলে ডাক্তার লু নবম ব্যক্তির মুখের দিকে দৃষ্টিপাত করিল। এই নবম ব্যক্তিই তাহার শ্বেতাঙ্গ ( ককেশিয়) সহযোগী । সে তখনও সেখানে ডাক্তার লুর সহিত গুপ্ত পরামশের জন্য নিস্তব্ধভাবে বসিয়া ছিল । ডাক্তার লু তাহার সেই শ্বেতাঙ্গ সহযোগীকে সম্বোধন করিয়া মৃদুস্বরে বলিল, “প্রিয় স্বহৃদ পল, এখন আমরা গোপনে অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে পরামর্শ করিব । তোমাকে নিরাপদ করিবার জন্তই বিপ্লবী সম্প্রদায়ভুক্ত কৰ্ম্মীরা ওয়া কারের প্রতি তাঙ্গদের কৰ্ত্তব্য পালন করিবে ।”—কথাগুলি সে বিশুদ্ধ ইংরাজীতে বলিল । সে চীনাম্যান হইলেও তাহার ভাষার কোন খুত বা উচ্চারণে বিদেশীস্বলভ টান ছিল না । তাহর প্রধান সহযোগী দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিল, “আমি ঐরূপই অtশা করি, কিন্তু ওয়াকা অত্যন্ত সতর্ক কৰ্ম্মচারী ; অসাধারণ চতুর, এবং তাহাকে কায়দায় পাওয়৷ভয়ঙ্কর কঠিন। আমার বিশ্বাস, কেহই তাহাকে হাতে পাইবে না।” - তাহার কথা শুনিয়া ডাক্তার লুর মুথে হাসি ফুটিল বটে, কিন্তু সেই হাসিতে আনন্দ বা ফুৰ্ত্তির কোন চিষ্ট্র প্রকাশিত হইল না। আমরা যাহাকে ‘কাষ্টহাসি’ বলি-তাহা সেই রকমের হাসি । ডাক্তার লু মুহূৰ্ত্তকাল নীরব থাকিয়া মৌখিক হর্ষ প্রকাশ করিয়৷ বলিল, “ইহা ভাগ্যের কথা ! কিন্তু আমি আমার সম্প্রদায়ভুক্ত সভ্য