পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ২৩ 導 鴞 崇 sk এবার ডি ডির অফিসের দুহু । ইনস্পেক্টর ওয়াকার পাইপের খোলে তামাক ঢালিয়া, তর্জনীর সাহায্যে তাহ থোলের ভিতর চাপিয়া দিতে দিতে ডি ডি কে বলিল, “করোনারের কি রায় বাহির হইয়াছে ?” ডি ডি বলিলেন, “স্বাভাবিক ভাবে মৃত্যু —আঃ, ও কি কাঁ তেছ ? তোমার পাইপের ঐ নোংরা জিনিসটাতে আগুন ধরাইয়া ট ও না ; বরং একটা চুরুট টানে।” இ. ডি ডি ডেক্স হইতে একবাক্স চুরুট বাহির করিয়া ওয়াকারের সম্মুখে ধরিলে ওয়াকার দুইটি চুরুট তুলিয়া লইল ; সেগুলি বাজৈ চুরুট নয়। ওয়াকার বলিল, “তাহা হইলেও সবুজ ত্রিভূজ সম্বন্ধে আমার যে ধারণা হইয়াছিল, তাহা মিথ্যা নহে।” ■ ডি ডি নীরবে তাহার উক্তির সমর্থন করিলেন ; তাহার পর বলিলেন, “আজ সান্ধ্য সংস্করণের দৈনিক পড়িয়াছ কি ?” ওয়াকার মাথা নাড়িয়া বলিল, “না, পড়ি নাই ; তাহাতে কি উল্লেখযোগ্য কোন ঘটনার বিবরণ আছে ?” ডি ডি বলিলেন, “আছেই 'z কাগজগুলা কিরূপে গোপনীয় সংবাদ সংগ্রহ করে তাহা ႏိုင္ငံႏို ; আমার বিশ্বাস, কোন অদৃষ্ঠা ছিদ্রপথে তাহ বাহির হইয়া যায় সবুজ ত্রিভুজের দল যাহা চাহে— উমর্থাৎ বে-পরোয় বিজ্ঞাপন ੋ সুযোগ—তাহা তাহারা অবাধে পাইতেছে । তাহাদের স্পৰ্দ্ধার কথাও প্রচারিত হইতেছে। লণ্ডনের প্রত্যেক পুরুষ, নারী, এমন কি, বালক বালিকা পৰ্য্যস্ত জানিতে পারিয়াছে—এই সবুজ ত্রিভুজের দলই আমাদের আফিসে বোম ফাটাইয়া অনর্থ ঘটাইয়াছিল ; এবং সার রিউপার্টের হত্যাকাওও তাঁহাদেরই অকুষ্ঠিত বলিয় ঘোষণা করা হইয়াছে।”