পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাভঙ্কের গ্রভিকার V প্রথম তরঙ্গ R সবুজ ত্রিভুজ {} কলগুন পুলিশের সহকারী কমিশনর ডানিয়েন ডি পিয়ারসনকে সকল পুলিশ-কৰ্ম্মচারী ডি ডি’ বলিত। স্বপ্রসিদ্ধ “স্বর্ণলতা’র নারীবেশধারী শ্ৰীমান গড়াচর চণ্ড ছদ্মবেশে ধরা পড়ায় যখন “ডিডি, ঐ ঢড়লে” বলিয়া উৰ্দ্ধশ্বাসে পলায়ন করিয়াছিল, তখন তাহার বদনকমঙ্গ-নিঃস্বত “ডিডি’ কথাটির অথর্ণ বুঝিতে কাহারও অন্ধবিধা হয় নাই ; কিন্তু এই বিলাতী ডি ডি অক্ষর দুইটি পিয়ারসনের নামের অদ্যাক্ষর। ইংরাজী ভাষায় স্বপণ্ডিত কোন বন্ধুকে উহার অর্থ জিজ্ঞাস করিলে তিনি বলিয়াছিলেন, উহার অর্থ “ড্যাম ডেভিল !” পুলিশের ছোটকৰ্ত্তার বিরুদ্ধে, এরূপ সন্মানহানিকর ভাষা প্রয়োগ করিতে আমাদের জিহা অসাড় হইয়া যায় ; কিন্তু লগুনের পুলিশ মহলে ডি ডি’ বলিতে তাহাকেই বুঝাইত । । এক দিন তিনি তাহার আফিসে বসিয়া আফিসের দৈনিক কাৰ্য্যাসম্ভের পর হাত বাড়াইয়। তাহার টেবিলস্থিত বৈদ্যুতিক ঘণ্টার বোতামে জাজুলের একটা খোচা দিলেন । 翌 পরে গম্ভীরমূৰ্ত্তি ক্ষীণকায় একটি কেরানী সেই কক্ষে প্রবেশ করিয়ার্তাহাকে অভিবাদন করিল। কেরানীটার মুখের দিকে চাহিলে মনে হইউ যেন সে ফাসির আসামী, প্রাণদণ্ডের আদেশ শুনিতে আসিয়াছে !