পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার \రిన সন্দেহের বিষয় । তিনি অসাধারণ কূটনীতিজ্ঞ, তার্কিক ও স্ববক্তা ছিলেন। তিনি বিলাসী ছিলেন না ;তাহার কোন রকম আড়ম্বরও ছিল না। র্তাহার স্যায় আইনজ্ঞ, সুপণ্ডিত এবং চিন্তাশীল স্বদেশহিতৈষী ব্যবহারাজীবের এইরূপ শোচনীয় মৃত্যুতে র্তাহার স্বদেশের ক্ষতি অল্প হয় নাই ; এই দুর্ঘটন সমগ্র জাতীর পক্ষে নিদারুণ মনস্তাপ ও ক্ষোভের বিষয় । ডি ডি ক্ষণকাল স্তম্ভিত ভাবে দাড়াইয়া থাকিয়া অস্ফুটম্বরে বলিলেন, “ইহাও বোধ হয় সবুজ ত্রিভুজ নামক বিপ্লবীদলের অম্বষ্ঠান ?” ওয়াটারসন বলিলেন, “হা, পিয়ারসন! উহার জুতাস্ত বাড়াবাড়ি - . আরম্ভ করিয়াছে ; আর উহাদিগকে উপেক্ষা করিলে চলিবে না। উহাদের এই সকল কুক্রিয়া অবিলম্বে বন্ধ করিতে হইবে । জনসাধারণ এখন পৰ্য্যন্ত এই অত্যাচারের সংবাদ জানিতে পারে নাই ; কিন্তু দীর্ঘকাল এই দুঃসংবাদ গোপন থাকিবে না। উহা সংবাদ পত্রে প্রকাশিত হইলে নগরে ভীষণ আন্দোলন উপস্থিত হইবে ; তাহার ফল অনিষ্টকর হইবে, দুর্নীতি'প্রশ্রয় পাইবে । আটচল্লিশ ঘণ্টার মধ্যে সমাজের দুইজন প্রধান লোক এইভাবে নিহত হইলেন, ইহা কি উপেক্ষা করিবার বিষয় ? যদি অবিলম্বে এইরূপ গুপ্তহত্যার পথ রুদ্ধ না হয় তাহা হইলে লগুনে ভীষণ অরাজকতা আরম্ভ হইবে । ( there is going to be a Reign of Terror here in London.) CR কোনও লোকের প্রাণ যাইতে পারে। আমি তোমার সঙ্গে কথা কহিতেছি, এই মুহূৰ্ত্তে আমিও মরিতে পারি। এই মর-পিশাচগুলা অসাধারণ চতুর! গুপ্তহত্যার জন্য তাহার অদ্ভুত উপায় অবলম্বন করিতেছে ! তাহারা নানা কৌশলে কত লোককে হত্যা করিবে— কে বলিতে পারে ? উহাদের নরহত্যার প্রণালী দেখিয়া আমাদের