পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 R পীতাতঙ্কের প্রতিকার না ; আমি পূৰ্ব্বেই বিপ্লবীদলকে গ্রেপ্তার করিবার চেষ্টা আরম্ভ করিয়াছি ।” * . . 粥 来源 菁 সেই রাত্রে তাহার মেনচেলির হোটেলে নৈশ ভোজন শেষ করিলেন । এই হোটেলে সকলের অবাধগতি ছিল না । ওয়াকার পূৰ্ব্বে কখন সেই হোটেলে আহার করে নাই । তাছার আহারের আড়ম্বর ছিল না ; দুই একটা আলু-পোড়া, ডিমসিদ্ধ ও একটু চাটনী হইলেই তাহার পেট ভরিত। সে সেখানে ভোজ্য দ্রব্যের প্রাচুর্য্য ও বিলাসিতার বাহুল্য দেখিয়া বিস্মিত ভাবে চারি দিকে চাহিতে লাগিল । টেবিলের শুভ্র আচ্ছাদন-বস্ত্র ও রূপার বাসনের ঝকৃঝকানি তাহার চক্ষু ধাধিয়া দিল । সেই ভোজের মজলিসে যাহার উপস্থিত ছিলেন, তাহদের সকলেই বিখ্যাত ব্যক্তি ; সকলেই স্ববিদ্বfন, স্বশিক্ষিত –ওয়াকার সেখানে খাদ্যদ্রব্যের নূতনত্ব ও প্রাচুর্ঘ্য দেপিয়া ‘বাশ-বনে ডোম কানা’র অবস্থা প্রাপ্ত হইল । কোনটা কি খাবার. কিরূপে তাহ খাইতে হয়, চামচে ব্যবহার করিতে হয় কি না ইত্যাদি জানিবার জন্য আগ্রহ হওয়ায় সে পিয়ারসনের উপদেশ গ্রহণ কুরিতে লাগিল । অবশেষে সে বিব্রত ভাবে বলিল, “ভারী ফ্যাসাদে পড়িলাম যে এক গাদ ছুরী কাটা রাখিয়া গিয়াছে, ইহাদের কোনটি কথন ব্যবহার করিতে হইবে তাহ। কিরূপে বুঝিব ? অামার ত এ সকল ব্যবহারের অভ্যাস নাই ।” কবুল জবাব । ডি ডি ঈষৎ হাসিয়া বলিলেন, “ আহারে বৈচিত্র্য থাকা ভাল । যা তা খাইলেই ত পেট ভরে, তবে আর উৎকৃষ্ট আহারের জন্য লোকে এত অর্থ ব্যয় করে কেন ? প্রতিদিন ত এ রকম রাজভোগ জোটে