পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 8& অতঃপর ওয়াকার ডি ডির নিকট ফিরিয়া আসিলে তিনি তাহাকে বলিলেন, “ডিভট্টই ত ?” ওয়াকার বলিল, “আমার কি ভুল হইবার যে আছে ? ঠিক সেই মূৰ্ত্তি । উহাকে এখানে দেখিয়া সত্যই বিস্মিত হইয়াছিলাম। কোন কোন বদমায়েস জেলখালাসী এই রকম দুঃসাহস প্রকাশে অভ্যস্ত । উহাকে বিন্দুমাত্র কুষ্ঠা প্রকাশ করিতে দেখিলাম না ! বেশ সপ্রতিভ ভাব । কিন্তু উহাকে সবুজ ত্রিভুজের দলের লোক বলিয়া সনাক্ত করিতে পারিলাম না, ইহাই দুঃখের বিষয়।” । সেই সময় সেই কানকাটা লোকটি ভোজন শেষ করিয়া চলিয়া গেল । ওয়াকার ব্যগ্রভাবে তাহার দিকে চাহিয়া রহিল। ডিভটু প্রস্থান করিলে ওয়াকার ডি ডিকে বলিল, “আপনি ডিভট্‌কে চেনেন না ? সে পলের সঙ্গে একযোগে কাষ করিত । সম্ভবতঃ নথিপত্র ঘাটিয়া আপনি তাহা জানিতে পারেন নাই ; কিন্তু আমি জানি ইহা সত্য ।” ডি ডি বিরক্তিভরে ভ্র" কুঞ্চিত করিয়া ওয়াকারকে বলিলেন, “তুমি কেন উহার অনুসরণ করিলে না ? সবুজ ত্রিভুজের দল কিরূপ ষড়যন্ত্রে লিপ্ত আছে তাহা আমাদের সম্পূর্ণ অজ্ঞাত। পরমেশ্বরই জানেন— এই বিপ্লবীরা কি খেল খেলিতেছে ! ডিভটুকে চিনিতে পারিয়াছ —ইহা তাহাকে জানিতে দেওয়া তোমার উচিত হয় নাই। তুমি কিরূপ আহাম্মুকি করিয়াছ তাহা কি বুঝিতে পার নাই ?” ওয়াকার বলিল, “আমার আহাম্মুকির কি পরিচয় পাইলেন ? আমি তাহাকে চিনিতে পারিয়াছি—ইহা তাহাকে জানিতে দেওয়াতে কি দোষ হইয়াছে ? সে এখন সজ্জন এবং সমাজের একজন বিশিষ্ট ব্ল্যক্তি । তাহার এক কাকা অষ্ট্রেলিয়ায় বাস করিতেন ; তিনি