পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ෂ ’ সংযত । লোকটি যেন গাম্ভীর্ষ্যের সজীব মুৰ্ত্তি, কেহ কোন দিন তাহাকে হাসিতে দেখে নাই । সে সহকারী কমিশনবের সম্মুখে দাড়াইয়া মৃদুস্বরে বলিল,“গুড, মৰ্ণিং কমিশনর, আপনি কি জানিতে চাহেন ? জোন্স বলিল; আপনি আমাকে ডাকিয়াছেন ৷” ডি ডি জোঙ্গকে চলিয়া যাইতে ইঙ্গিত করিয়া, সেই কাগজখানির ত্রিভুজের উপর অঙ্গুলি স্থাপন করিয়া বলিলেন, “ইহার প্রকৃত অর্থ কি, আর কেনই বা আমার ডেক্সের উপর ইহার আবির্ভাব ?” ওয়াকার বিনয় প্রকাশ করিয়া বলিল, “লোকে বলে আমি না কি লগুনের পুলিশ ইনস্পেক্টরদের মধ্যে সব চেয়ে বেশী চতুর । তাহাদের কথা যদি সত্য হয়, তাত হইলেও অসঙ্কোচে আপনাকে বলিতেছি ইহার ঠিক অথৰ্ণ অামি আবিষ্কার করিতে পারি নাই । এই সবুজ ত্রিভুজটি সম্বন্ধে আপনার কিরূপ ধারণা ?” । ডি ডি বলিলেন, “আমি কিছুই ধারণা করিতে পারি নাই ; ইহা কি কোন বিজ্ঞাপন ? ইহা কোথা হইতে আসিল ? আমার ডেক্সের উপরেই বা কেন রাখা হইয়াছে ?” ওয়াকার একটা চুরুট ধরাইয়া বলিল, “আজ সকালে এইরকম একতাড়া বিজ্ঞাপন আনিয়াছিলাম ; বিজ্ঞাপনটি দুই চারিখানি করিয়া গায়ে ফেলিয়া দিতেছিল। আপনার মনে হইতেছে ইহা নূতন কিছু ; * কারণ একমাস আপনি ছুটী লইয়া সহরের বাহিরে গিয়াছিলেন। শুনিলাম প্যারিসে ছিলেন। প্যারিস্থ,স্থাপনার কেমন লাগিল ?”— ওয়াকার কথাটা চাপা দেওয়ার চেষ্টায়.ঞ্ছিল । ডি ডি বলিলেন, “মন্দ কি ? কিন্তু আব-হাওয়া অতি জঘন্য ।” • ওয়াকার বলিল, “ও আর নূতন কথা কি বলিলেন ? প্যারিসের