পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ-তরঙ্গ মৃদু মুষ্টিযোগ ওয়াকার তাহার নিজের অফিস-ঘরে বসিয়া একখানি চপ ভক্ষণ করিতেছিল। সহসা সেই কক্ষে টেলিফোনের ঝনঝনি শুনিয়। দে-হানের কােটা নামাইয়। রাখিল ; তাহার পর রিসিভার তুলিয়া जङ्ग्रेबा সাড়া দিলে সে যে কথা শুনিতে পাইল—তাহার উত্তরে বলিল, “তাহাকে বল আমি এখনই নীচে গিয়া তাহার সুঙ্গে দেখা করিতেছি । তুমি দ্বারগুলি বন্ধ করিয়া তাহার পকেট খুজিয়া দেখ ; যদি কোন অস্ত্ৰ শস্ত্র থাকে তাহ! এখনই বাহির করিয়া লও।” কিন্তু তাহার এই প্রকার সতর্কতার প্রয়োজন ছিল না ; কারণ যে তাহার সহিত কুরা করিতে আসিয়াছিল সে স্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত ও ভবিষ্যদ্বক্তা"হোলির পুত্র হে-টিং । ওয়াকার জানিত হো-লি তাহার হিতাকাঙ্ক্ষী এবং স্থপরামর্শদাতা। হো-লির দলের সাহায্যেই সে বিপ্লবী চীনাম্যানগুলাকে ফঁাদে ফেলিবার আশা করিয়াছিল। সে জানিত বিপ্লবীদের স্বদেশবাসীর সাহায্য ব্যতীত বিভীষিকাবাদের বিলোপসাধন পুলিশের অসাধ্য। । ওয়াকার নীচে আসিয়া হো-টিং এর সহিত সাক্ষাৎ করিল, তাহাকে বলিল, “তুমি কেমন আছ ? তোমার বাবা ভাল আছেন ?”