পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to পীতাতঙ্কের প্রতিকার ডি ডি ওয়াকারকে বলিলেন, “তুমি এই বদমায়েসগুলার সন্ধান লইতে বিন্দুমাত্র ক্রটি কর নাই বলিয়াই তোমার প্রতি তাহাদের এইরূপ সাংঘাতিক আক্রোশ ; ইহার জন্য কোন কারণ আছে বলিয় মনে হয় না । তোমাকে হাতে না পাওয়ায় উহার এই ডিটেক্টিভকেই হত্যা করিয়া গিয়াছে । ইহাই কি উহাদের দ্বিতীয় আক্রমণ নহে ?” ওয়াকার মাথা নাড়িয়া বলিল, “না, ইহা তৃতীয় আক্রমণ হায়, আমার জন্যই উহাকে প্রাণ দিতে হইল ; ইহা আমারই দুর্ভাগ্য ৮ আজ রাজেই আমরা দল বাধিয়া বিপ্লবীদের গুপ্ত আড্ডায় হানা দিতে বাহির হইব।” *" ডি ডি বলিলেন, “সে কোথায় ?” ওয়াকার বলিল, “লাইটহাউস পল্লীর ব্রোঞ্জ-ক্রিসনথিমাম্য রোডে * ডি ডি বলিলেন, “ঐ রাস্তার নামও কখন শুনি নাই ! কতগুলি লোক সঙ্গে লইরে ?” ওয়াকার বলিল, “বাড়ী ঘেরাও করিবার জন্য দশজনই যথেষ্ট তবে খানাতল্লাসের জন্ত কুড়ি জনের প্রয়োজন হইবে ; ইহা ব্যতীত যদি সেখানে হাঙ্গামার সম্ভাবনা ঘটে, সেজন্য আরও কয়েকজন লোব সঙ্গে রাখা উচিত । আপনি.চল্লিশজনের ব্যবস্থা করিবেন । ভ্ৰাম্যমান ফৌজ অবিলম্বে প্রস্তুত রাখিবেন । আমরা শীঘ্রই যাত্রা করিব।” ডি ডি বলিলেন, “তাহাই হইবে”—অতঃপর তিনি ওয়াকারে সহিত পরামর্শ করিতে বসিলেন । m 曾 錄 菁 崇 岑 একটি স্বপ্রশস্ত স্থসজ্জিত কক্ষে ডাক্তার লু শাল কাঠের একখানি বৃহৎ চৌকির উপর উপবিষ্ট ছিল। সেই কক্ষটি তৈলপূর্ণ-দীপে