পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার (fమ পথে বসাইবে ; তাহার পর ধরা পড়িলে রাজপুরুষদের করুণা-প্রার্থী হুইবে আইনের সাহায্য প্রার্থনা করিতে তোমার লজ্জা হয় না ? পল, তুমি যে অপরাধ করিয়াছ সে জন্য তোমার ফাসি হইবে ; কিন্তু আগে তোমীর সকল কথা শুনিতে চাই ।” ডি ডি একখানি টেবিল এক পাশে ঠেলিয়া দিয়া বলিলেন, "দেখ পল, আমি তোমার পক্ষ সমর্থন করিব । মেজর আপনি ওয়াকারের ঐ পাশে যাইবেন কি ?” ওয়াটারসন মুখভঙ্গি করিয়া বলিলেন, “আমার মনে হয় মুঠার 1াহায্যে তর্ক যুদ্ধ শেষ করিলে অধিক সময় নষ্ট হয় না ; কি বল ওয়েবার ?” ওয়েবার সেই কক্ষের তৃতীয় ব্যক্তি ; সে মাথা নাড়িয়া বলিল, 'হা, আমি আসামীর মুখ হইতে সত্য কথা শুনিবার পক্ষপাতী তা স অনুরোধেই বলুক, আর মুষ্টিযোগই চলুক।” পল হতাশ ভাবে একবার চতুর্দিকে দৃষ্টিপাত করিল ; সে পলায়নের কান পথ দেখিতে পাইল না । কমিশনার বা তাহার সহকারী তাহার I্যায় বিপ্লববাদীকে সাহায্য করিবেন—ইহা সে আশা করিতে পারিল [ । বিশেষতঃ বিভীষিকাবাদ দমন করিয়া শাস্তি প্রতিষ্ঠাই তাহাদের প্রধান কৰ্ত্তব্য। পল বুঝিতে পারিল ওয়াকার প্রহারে তাহার হাড় গুড়া রিলেও তাহারা তাহার কার্য্যের প্রতিবাদ করিবেন না ; সে স্বয়ং রহস্তা, এ কথা সে তখন বিশ্বত হইয়াছিল ; সে সমাজের মহাশক্র হাও সে ভুলিয়া গিয়াছিল । যে অন্যের জীবন বিপন্ন করিতে কুষ্ঠিত হে, সে বিপন্ন হইয়। ভয়ে কাপিয়া মরিলে কে তাহার প্রতি সহান্থপ্রদর্শন করিবে ? নরহস্তাকে কে দয়া করিবে ? নরহত্যায় প্রবৃত্ত প্রজ্ঞ সময় তাহার দয়া কোথায় থাকে ।