পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ve পাতাতঙ্কের প্রতিকার ওয়াকার বলিল, “আর সময় নষ্ট করা অনুচিত।” সঙ্গে সঙ্গে পলের চুয়ালে এরূপ এক প্রচণ্ড ঘুসি পড়িল যে, সেই এক ঘুসিতেই সে মুখ গুজিয়া মাটীতে পড়িয়া গেল ; কিন্তু সে সামলাইয়া লইয়া উঠিয়া দাড়াইতে ন দাড়াইতে আর এক ঘুসি ! সে পুনৰ্ব্বার ধরাশায়ী হইল । ওয়াকার বলিল, “তুমি আশা করিওন যে, তুমি মেঝের উপর চিত হইয়া পড়িয়া থাকিলে আমি তোমাকে বিশ্রাম করিতে দিব।”—সঙ্গে সঙ্গে তাহার মস্তকে সজোরে বুট জুতার আঘাত হইল । তাহার পর রুসিয়ানটার দেহের উপর এলোপাথাড়ি কিল, চড়, লাথি চলিতে লাগিল । পল যন্ত্রণায় চিংকার করিতে লাগিল । এই ভাবে প্রহার করিয়া ওয়াকার আনন্দ বোধ করি ল– একথা বলা যায় না ; কিন্তু তাহার কৰ্ত্তব্য কঠোর। বিভীষিকাবাদ বিধ্বস্ত করিতে সে কৃতসংস্কল্প হইয়াছিল । তাহদের অনাচার অত্যাচার কর্তৃপক্ষের অসহ্য হুইয়াছিল । এই ভাবে কিল, লাথি ও চপেটাঘাত লাভ করিয়া পল বলিল, “থামো, থামে, যথেষ্ট হইয়াছে ! আমি বলিতেছি, সকল কথাই বলিতেছি ।” ওয়াকার তখন তাহার জ্যাকেটে দেহ আবৃত করিয়া একখানি রুমালে হাত মুছিল । সে বুঝিতে পারিল অতঃপর আর মুষ্টিযোগ প্রয়োগের প্রয়োজন হইবে না । * } ওয়াকার পলের মুখের দিকে চাহিয়া বলিল, “বেশ, যাহা জান সকল কথা খুলিয়া বল। যদি প্রথমেই মুখ খুলিতে তাহা হইলে আমি এরকম ব্যবহার করিতাম না। মিঃ পিয়ারসন, উহাকে ধরিয়া তুলুন। উহার মুচ্ছৰ্ণ হইল না কি ?” i.