পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 পীতাতঙ্কের প্রতিকার আমার প্রধান সহকারী, তাহাকেও তাহদের হাতে ধরা পড়িতে হইয়াছে। এই ককেশিয়ানের মুখ হইতে কোন কোন গুপ্ত কথা বাহির হইবার আশঙ্কা আছে, এইজন্য তাহার মৃত্যুই এখন বাঞ্ছনীয় ; তাহ। ইহলে আমরা নিরাপদ হইতে পারিব । হো-মিং সম্প্রদায়ের কল্যাণের জন্য তাহকে মরিতেই হইবে । তাহার কণ্ঠরোধ হইলে আমাদের গুপ্তকথা প্রকাশের আশঙ্কা দূর হইবে।” ডাক্তার লু একটি পত্রি হইতে তামাকের গুড়া বাহির করিল ; এই তামাক ব্রাণ্ডিসিক্ত। সে তামাকে কিঞ্চিৎ উৎকৃষ্ঠ অহিফেন-চুর্ণ মিশ্রিত করিয় তাহা পাতল। কাগজে জড়াইয়া লইল । ইহাই তাহার সিগারেট। সে সেই সিগারেটট মুথে গু জিয়া তাহাতে অগ্নি-সংযোগ করিল। সে একখানি চেয়ারে বসিয়া কয়েক মনিট নিস্তব্ধ ভাবে ধূমপান করিল। সে উদ্ধ দৃষ্টিতে তাহার মুখবিবব-নিঃস্থত ধূম্রকুণ্ডলী দেখিতে লাগিল ; কিন্তু তাহার মুখ তখন সম্পূর্ণ ভাবসংস্পর্শ বিহীন, দৃষ্টি উদাস । তাহার সঞ্চার-থানসাম। ফু-চিং তা হার আসনের পাশ্বস্থ অনুচ্চ চৌকিতে বসিয়া ছিল। সে তাহার প্রভুর মুখের দিকে চাহিয়া আদেশের প্রতীক্ষা করিতেছিল ; কিন্তু ডাক্তার লু হঠাৎ কোন কথা না বলিয়া গম্ভীর ভাবে চিস্তা করিতে লাগিল । অবশেষে সে মৃদুস্বরে বলিল, “হা-ই-ই, আমি বড়ই বোকামী করিয়াছি । বোধ হয় কোন চীনাম্যান আমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে ; তাহ না করিলে কোনও ককেশিয়ানের সাধ্য কি যে, সে আমাদের গুপ্ত আডডার সন্ধান পায় ? হো-মিংএর বাড়ীতে আমাদের গুপ্ত বৈঠক খানাতল্লাস করিতে যায় ? কোন হীন ও আধুনিক জাতির লোক প্রাচ্যের প্রাচীনতম বনিয়াদী বংশের লোককে এভাবে বোক। বনাক্টবে—ইহা চিন্তার অতীত ।”