পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Set ফু-চিং নিস্তব্ধ ভাবে মাথা নাড়িয় তাহার উক্তির সমর্থন করিল। ইহাই সম্মতিজ্ঞাপনের সনাতন চৈনিক প্রথা । ফু-চিং ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, “ই প্রভূ, আপনার কথা সত্য । আপনার বৃহৎ উদরে জ্ঞান গজ গজ, *fcisco; ; (your stomach is big with wisdom. ) sixt: footh, Costa cota cottos হুজুরকে অপদস্থ করিবার জন্য উৎসুক হইয়াছে ।” ডাক্তার লু সিগারেটটি মুখ হইতে বাহির করিয়া দুই আঙ্গুলে টিপিয়া ধরিল, তাহার পর ফু-চিংকে বলিল, “ফু-চিং, এখন তুমি যাইতে পার । তুমি আমার জন্য হো-মিংএর দলের একটি লোক সংগ্ৰহ করিয়া আনিবে । স্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক প্রবর মাননীয় অা-টয়কে আনিতে পারিলে আমি আনন্দিত হইব।” ফু-চিং বলিল, “হা, তিনি প্রতিভার অবতার। আমি অবিলম্বেই আপনার আদেশ পালন করিব।” সে গুপ্তপথে অদৃপ্ত হইল । এক ঘণ্ট। পরে সে নি:শব্দ-পদসঞ্চার ডাক্তার লুর নিকট ফিরিয়া আসিয়া বলিল, “মাননীয় ডাক্তার, আমি দুঃসংবাদ শুনিয়া আসিলাম ।” ডাক্তার লু তখন গভীর মনোযোগের সহিত একখানি ধৰ্ম্মগ্রন্থ পাঠ করিতেছিল ; সে তাহার ভূত্যের কথায় কর্ণপাত করিল না। সে গ্রন্থখানির এক অধ্যায় পাঠ শেষ করিয়া তাহা মুড়িয়া পাশে রাখিল , তুস্থিার পর মুখ তুলিয় তাহার ভূত্যকে বগিল, “হাই-আই.আই ! তুমি কি সংবাদ আনিয়াছ ?” ভূত্য বলিল, “মাননীয় আ-টয় তাহার পূর্বপুরুষগণের আত্মার অনুসরণ করিয়াছেন । কাল তিনি র্তাহার শিক্ষাগুরু স্ববিখ্যাত তত্ত্বজ্ঞ দার্শনিক শ্রেষ্ঠ পণ্ডিত হো-লির গৃহে তত্ত্বোপদেশ শুনিতে গিয়াছিলেন, Ç